Connect with us

সিনেমা হল

টিকিটের ব্যাপক চাহিদা, ভারতে রাত ৩টায়ও চলবে হলিউডের এই সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘ওপেনহাইমার’ সিনেমার দৃশ্যে সিলিয়ান মারফি ও এমিলি ব্লান্ট (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)

হলিউড ভক্তদের জন্য জুলাই মাস বেশ রোমাঞ্চকর হতে চলেছে। আগামী ১২ জুলাই মুক্তি পাবে টম ক্রুজের বহুল প্রতীক্ষিত ‘মিশন ইমপসিবল: ডেড রেকোনিং–পার্ট ওয়ান’। এরপর ২১ জুলাই আসবে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ এবং ‘বার্বি’।

ভারতে ‘মিশন ইমপসিবল: ডেড রেকোনিং–পার্ট ওয়ান’ এবং ‘ওপেনহাইমার’ সিনেমা দুটির অগ্রিম টিকিট বুকিং শুরু হয় গত ১ জুলাই। এরমধ্যে ‘ওপেনহাইমার’-এর টিকিট বিক্রি প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। প্রদর্শকদের জানা ছিলো, সিনেমাটি নিয়ে দর্শকদের একটি অংশ বেশ উচ্ছ্বসিত। কিন্তু তাই বলে মুড়ির মতো টিকিট বিক্রি হওয়ার দৃশ্য কেউই কল্পনা করেনি। তাও মুক্তির দুই সপ্তাহেরও আগে।

আইম্যাক্স সিনেমাহলে ‘ওপেনহাইমার’ দেখার চাহিদা প্রবল। এর বেশিরভাগ শো প্রায় বিক্রি হয়ে যাওয়ায় প্রদর্শকরা রাত ৩টার পরেও এটি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাইয়ের আইনক্স মালাড এবং পিভিআর লোয়ার প্যারেলে রাত ৩টা ৩০ মিনিট ও রাত ৩টা ৪৫ মিনিটের টিকিট বুকিং শুরু হয়েছে। মুম্বাইয়ের অন্যান্য এবং ভারতের বিভিন্ন শহরের আইম্যাক্স সিনেমাহল একই পথ অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

‘ওপেনহাইমার’ সিনেমার পোস্টার (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)

এছাড়া রাত ১২টায় মিডনাইট শো রাখার পরিকল্পনা রয়েছে অনেক প্রদর্শকের। শুধু আইম্যাক্স নয়, সাধারণ সিনেমাহলেও চাহিদা থাকলে মধ্যরাত এবং মধ্যরাতের পরেও শো চালানো হতে পারে। ‘ওপেনহাইমার’ উপভোগের জন্য আগ্রহীরা এই সিনেমা ওটিটি কিংবা ফোনে দেখার চেয়ে বড় পর্দাকেই জুতসই মনে করছেন। কারণ এটি বড় পর্দার জন্য নির্মিত একটি সিনেমা। টিকিট বুকিংয়ের প্রতিক্রিয়ায় ভারতীয় প্রদর্শকদের আশা, এটি অনেকদিন ধরে সিনেমাহলে চলবে।

‘ওপেনহাইমার’ সিনেমার দৃশ্যে ফ্লোরেন্স পিউ ও সিলিয়ান মারফি (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)

ভারতে এর আগে হলিউডের মারভেল স্টুডিওসের সিনেমা এবং ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ রাত ১২টা, রাত ৩টা, রাত ৪টা ও ভোর ৫টায় চালিয়েছেন প্রদর্শকরা। সেদিক দিয়ে ‘ওপেনহাইমার’ কোনো ফ্র্যাঞ্চাইজ কিংবা সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ নয়। তাছাড়া এটি প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা। তবুও এর টিকিটের চাহিদা ব্যাপক। খ্যাতিমান পরিচালক ক্রিস্টোফার নোলানের প্রতি দর্শকদের একটি অংশের উন্মাদনার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে এই ঘটনা। তাছাড়া কম্পিউটারের সহায়তা ছাড়াই ধারণ করা বহুল আলোচিত পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য বড় পর্দায় দেখার কৌতূহল এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বলা চলে, এই দিকটি সিনেমাটির প্রতি আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ক্রিস্টোফার নোলান (ছবি: টুইটার)

‘ওপেনহাইমার’ সিনেমার মাধ্যমে তিন বছর পর পরিচালনায় ফিরলেন ৫২ বছর বয়সী এই ব্রিটিশ নির্মাতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম তদারকি করা আমেরিকান পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারকে কেন্দ্র এর গল্প। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার আগে তিনি নিউ মেক্সিকো মরুভূমিতে প্রথম পারমাণবিক বোমা তৈরির কাজ তত্ত্বাবধান করেন। এর কোড-নাম ছিলো ‘ট্রিনিটি’।

২০০৫ সালে প্রকাশিত কাই বার্ড ও মার্টিন জে. শেরউইনের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমেরিকান প্রমিথিউস’ অবলম্বনে সাজানো হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। ‘পারমাণবিক বোমার জনক’ হিসেবে পরিচিত জে. রবার্ট ওপেনহাইমার চরিত্রে অভিনয় করেছেন সিলিয়ান মারফি। এছাড়া থাকছেন ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউ, ক্যাসি অ্যাফ্লেক, রামি মালেক, জশ হার্টনেট, কেনেথ ব্রানা প্রমুখ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ