Connect with us

বলিউড

ডেঙ্গুতে আক্রান্ত সালমান খান, বদলালো ‘বিগ বস’ সঞ্চালক

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সালমান খান

সালমান খান (ছবি: ইনস্টাগ্রাম)

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। এ কারণে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৬তম সিজন কমপক্ষে দুই সপ্তাহ সঞ্চালনা করতে পারবেন না তিনি। তার পরিবর্তে ভারতের নির্মাতা করণ জোহরকে এই দায়িত্ব তুলে দিয়েছে কালারস টিভি চ্যানেল। ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।

নামজাদা প্রযোজক হিসেবে করণ জোহরের ব্যস্ততার যেন শেষ নেই। তবে সালমান খানের অনুরোধে ‘বিগ বস’ সঞ্চালনার জন্য সম্মতি না জানিয়ে পারেননি ৫০ বছর বয়সী এই নির্মাতা।

সালমান খান

সালমান খান (ছবি: ইনস্টাগ্রাম)

১৯৯৮ সালে করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। এর মাধ্যমে পরিচালক হিসেবে বলিউডে পথচলা শুরু করেন করণ। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি। কিন্তু অতিথি চরিত্রে কেউ রাজি হচ্ছিলেন না। তখন করণের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন সালমান। দুই যুগ আগের সেই কৃতজ্ঞতাবোধ থেকে ‘বিগ বস’ সঞ্চালনা করতে যাচ্ছেন তিনি।

গত ১ অক্টোবর থেকে কালারস টিভিতে প্রচার হচ্ছে ‘বিগ বস সিক্সটিন’। এর মাধ্যমে ১৩ বারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন ৫৬ বছর বয়সী সালমান খান।

সালমান খান

সালমান খান (ছবি: ইনস্টাগ্রাম)

গত ১৫ অক্টোবর নিজের নতুন দুই সিনেমার মুক্তি পিছিয়ে দেন ৫৬ বছর বয়সী এই তারকা। গোয়েন্দা থ্রিলার ধাঁচের ‘টাইগার থ্রি’ সিনেমা হলে আসার কথা ছিলো ২০২৩ সালে ২১ এপ্রিল ঈদুল ফিতরে। নতুন ঘোষণা অনুযায়ী, সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালের দিওয়ালিতে।

গত মার্চে সোশ্যাল মিডিয়ায় একটি টিজার ভিডিও প্রকাশের মাধ্যমে ‘টাইগার থ্রি’র ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। এতে দেখা যায়, কোরিয়ান স্টান্ট টিমের সঙ্গে মহড়া করছেন ক্যাটরিনা কাইফ। তাকে আবার দেখা যাবে জোয়া চরিত্রে। এরপর ক্যামেরা ঘুরে যায় টাইগার রূপী সালমান খানের দিকে। তাকে ক্যাটরিনা প্রশ্ন করেন, ‘রেডি?’ উত্তরে সল্লু বলেন, ‘টাইগার অলওয়েজ রেডি।’

সালমান খান

সালমান খান (ছবি: ইনস্টাগ্রাম)

‘টাইগার থ্রি’ হলো ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। প্রথমটি কবির খান ও দ্বিতীয় পরিচালনা করেন আলি আব্বাস জাফর। এবারের সিনেমার পরিচালক মনীষ শর্মা। এতে ভিলেন হিসেবে আছেন ইমরান হাশমি। এছাড়া বলিউড বাদশা শাহরুখ খান পাঠান চরিত্রে স্বল্প সময়ের জন্য পর্দায় হাজির হবেন। নয়াদিল্লি, মুম্বাই, রাশিয়া ও অস্ট্রিয়ায় এর শুটিং হয়েছে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এটি।

চলতি বছরের ৩০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিলো সালমান খানের আরেক সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। তিনি জানিয়েছেন, ঈদ উপহার হিসেবে ২০২৩ সালের ২১ এপ্রিল আসবে এটি।

সালমান খান

সালমান খান (ছবি: ইনস্টাগ্রাম)

ফারহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগাম, জাসি গিল ও রাঘব জুইয়াল। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা ভেঙ্কটেশ ও জগপতি বাবুকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ