Connect with us

হলিউড

‘ডেডপুল থ্রি’: উলভারিন চরিত্রে ফিরছেন হিউ জ্যাকম্যান

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যান

রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যান (ছবি: টুইটার)

নেট দুনিয়ায় উন্মাদনা ছড়িয়ে দিলেন হলিউড তারকা রায়ান রেনল্ডস। তিনি নিশ্চিত করেছেন, ‘ডেডপুল থ্রি’তে ডেডপুলের ভূমিকায় আবার দেখা যাবে তাকে। শুধু তাই নয়, সিনেমাটিতে উলভারিন চরিত্রে ফিরবেন অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান।

বড় পর্দায় ভাড়াটে খিস্তিবাজ ডেডপুলের সঙ্গে ধাতুর নখর বিশিষ্ট অ্যান্টি-হিরো উলভারিনকে পাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন রেনল্ডস।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডেডপুল টু’ সিনেমার শেষাংশে উলভারিনের ভূমিকায় হিউ জ্যাকম্যানের ফেরার আভাস রাখা হয়েছিলো। এছাড়া ২০০৯ সালে ‘এক্স-মেন অরিজিন্স: উলভারিন’ সিনেমায় ডেডপুলকে দেখা গেছে।

অবশেষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় ১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে উলভারিনকে নিয়ে ভক্তদের আশা সত্যি হওয়ার সুখবর দেন রেনল্ডস। এটি একদিন না যেতেই সাড়ে তিন কোটি বার দেখা হয়েছে। এতে ১২ লাখ লাইক পড়েছে। এছাড়া উচ্ছ্বাসে ভরপুর পৌনে ৪ লাখ কমেন্ট করেছেন ভক্তরা।

রেনল্ডস টুইটের ক্যাপশনে লিখেছেন, ‘এ বিষয়ে আমার মুখে কুলুপ দেওয়া কঠিন।’

রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যান

রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যান (ছবি: টুইটার)

ভিডিওতে একটি সোফায় বসে কথা বলেন রায়ান রেনল্ডস। তিনি জানান, অনেকদিন ধরে ‘ডেডপুল থ্রি’ নিয়ে কঠোর পরিশ্রম করছেন। মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ডেডপুলের প্রথম আনুষ্ঠানিক উপস্থিতির জন্য নিজের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন কানাডিয়ান এই তারকা। এটা তার কাছে বিশেষ অনুভূতি। এজন্য অনুপ্রেরণা খুঁজে নিতে বিভিন্ন কাজ সম্পাদনের বর্ণনা দেন তিনি। এরমধ্যে রয়েছে বনের ভেতর হাঁটা, বেসবল ক্যাপ পরে শরীরচর্চা করা ইত্যাদি।

এরপর ভিডিওতে সোফার ওপর রেনল্ডসের বসে থাকার অবস্থা ফিরে আসে। তার পেছন দিয়ে হেঁটে যেতে দেখা যায় হিউ জ্যাকম্যানকে। রেনল্ডস তাকে প্রশ্ন করেন, ‘হিউ, উলভারিন চরিত্রে আরেকবার অভিনয় করতে চাও?’ তিনি উত্তরে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই, রায়ান।’

ডেডপুল ও উলভারিন

ডেডপুল ও উলভারিন (ছবি: টুইটার)

এমন সুখবরের পর হুইটনি হিউস্টনের ‘আই উইল অলওয়েজ লাভ’ গানের সঙ্গে ‘কামিং হিউ’ কথাটি ভেসে আসে। এরপর ডেডপুলের লোগো দেখা গেলে তার ওপর উলভারিনের চিরচেনা থাবা বসে যায়! সবশেষে জানানো হয়, ২০২৪ সালের ৯ জুন সিনেমা হলে মুক্তি পাবে ‘ডেডপুল থ্রি’। এটি পরিচালনা করবেন শন লেভি।

রায়ান রেনল্ডস পরে আরেকটি ভিডিও পোস্ট করেন টুইটারে। এবার সোফায় তার পাশে বসে ছিলেন হিউ জ্যাকম্যান। তারা ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

২০০০ সালে ‘এক্স-মেন’ সিনেমায় প্রথমবার পুনর্জন্মের ক্ষমতা থাকা উলভারিন চরিত্রে অভিনয় করেন হিউ জ্যাকম্যান। সবশেষ ২০১৭ সালে ‘লগ্যান’ সিনেমায় উলভারিনের ভূমিকায় দেখা গেছে তাকে। ধারণা করা হচ্ছিল, সেটাই শেষ!

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ