Connect with us

মঞ্চ-শিল্প

ঢাকার দর্শকদের মন কেড়েছেন ফরাসি দুই নাট্যজন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘স্যুর ল্য শঁ’

ফ্রান্সের খ্যাতিমান দুই নাট্যজন জ্যঁ পল সেরমাদিরাস ও দিদিয়ের গালাস একসঙ্গে ঢাকার মঞ্চে অভিনয় করলেন। ফরাসি মঞ্চনাটক ‘স্যুর ল্য শঁ’তে তাদের পরিবেশনা মন কেড়েছে ঢাকার দর্শকদের।

ধানমন্ডিতে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজের থিয়েটার হলে বুধবার (৬ এপ্রিল) বিকাল ৪টায় ছিল ‘স্যুর ল্য শঁ’র প্রদর্শনী।

‘স্যুর ল্য শঁ’

‘স্যুর ল্য শঁ’ নাটকে জ্যঁ পল সেরমাদিরাস ও দিদিয়ের গালাস

নাটকটিতে বিখ্যাত অভিনেতা জ্যঁ পল সেরমাদিরাসকে অর্ধেক দার্শনিক রূপে দেখা গেছে। প্রখ্যাত অভিনেতা ও মঞ্চ নির্দেশক দিদিয়ের গালাস অভিনয় করেছেন অর্ধেক ক্লাউনের ভূমিকায়।

গল্পে দুটি চরিত্র একটি ফাঁকা জায়গায় জীবনের অর্থ, সুখের বাস্তবতা এবং বর্তমান সময়ে করণীয় নিয়ে কথা বলে।

‘স্যুর ল্য শঁ’

‘স্যুর ল্য শঁ’ নাটকে জ্যঁ পল সেরমাদিরাস ও দিদিয়ের গালাস

১ ঘণ্টা ব্যাপ্তির নাটকটি বিনামূল্যে উপভোগ করেছেন বিভিন্ন বয়সী দর্শক।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ