Connect with us

বিশ্বসংগীত

ঢাকা মাতাতে এলেন আতিফ আসলাম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আতিফ আসলাম (ছবি: ফেসবুক)

উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম এখন ঢাকায়। ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শীর্ষক কনসার্টে গান গাইতে এসেছেন তিনি। আজ (২৯ নভেম্বর) রাতে আর্মি স্টেডিয়ামে রয়েছে এই আয়োজন।

‘ম্যাজিক্যাল নাইট ২.০’  কনসার্টে রাত আটটার পর মঞ্চে উঠবেন আতিফ আসলাম। তিনি ছাড়াও পাকিস্তানি তরুণ আবদুল হান্নান গান গেয়ে শোনাবেন। তিনিও ঢাকায় এসে পৌঁছেছেন। তার জনপ্রিয় দুটি গান হলো ‘ইরাদে’ ও ‘বিখরা’।

‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টের পোস্টার (ছবি: ট্রিপল টাইম কমিউনিকেশন)

পাকিস্তানি শিল্পীদের আগে বাংলাদেশের সংগীতশিল্পীদের মধ্যে থাকছে তাহসান খান ও ব্যান্ড কাকতালের পরিবেশনা।

কনসার্ট আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আজ দুপুর ১টায় ভেন্যুর ফটক খোলা হবে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শক-শ্রোতারা আর্মি স্টেডিয়ামে ঢুকতে পারবেন।

গতকাল (২৮ নভেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আতিফ আসলাম। এর আগে বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।

আতিফ আসলাম (ছবি: ফেসবুক)

২০০৩ সালে জাল ব্যান্ডের হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। তিনি মূলত উর্দু ভাষার শিল্পী হলেও হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। পাশাপাশি অভিনয় করেন ৪১ বছর বয়সী এই তারকা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ