Connect with us

ওটিটি

তানজিন তিশার নতুন ওয়েব ফিল্ম ঈদে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তানজিন তিশা (ছবি: ফেসবুক)

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন একটি কাজ করলেন। তার এই ওয়েব ফিল্মের নাম ‘পয়জন: অ্যাকসেস অব অ্যানিথিং’। ইতোমধ্যে এর শুটিং শেষ করেছেন তিনি।

আজ (৩ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় তানজিন তিশার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দিয়ে সঞ্জয় সমদ্দার লিখেছেন, ‘পাণ্ডুলিপি ও চরিত্র পছন্দ হওয়ায় একসঙ্গে কাজ করা হলো আমাদের। তানজিন তিশা নিঃসন্দেহে দারুণ অভিনেত্রী।’

সঞ্জয় সমদ্দার ও তানজিন তিশা (ছবি: ফেসবুক)

পরিচালকের প্রশংসায় আপ্লুত তানজিন তিশা বলেন, ‘মূল্যবান কথার জন্য ধন্যবাদ দাদা। এটা আমার জন্য বড় প্রাপ্তি এবং আপনি সেরা।’

তানজিন তিশা (ছবি: ফেসবুক)

সঞ্জয় সমদ্দারের পরিচালনায় সাসপেন্স-থ্রিলার গল্প নিয়ে সাজানো হয়েছে ‘পয়জন: অ্যাকসেস অব অ্যানিথিং’। গল্পে একটার পর একটা খুনের ঘটনা ঘটে। কোনোটি তিশার চরিত্র করে, কোনোটির জন্য মেয়েটি ফেঁসে যায়।

গত ২২ জানুয়ারি থেকে টানা ১০ দিন গাজীপুর, পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।

তানজিন তিশা (ছবি: ফেসবুক)

তিশা ছাড়াও ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, সরকার রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।

‘পয়জন’ রচনা করেছেন মামুনুর রশিদ তানিম। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে আগামী রোজার ঈদে এটি মুক্তি দেবে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ