Connect with us

শুভেচ্ছা

তারকাদের ঈদ শুভেচ্ছা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

প্রতি উৎসবেই ভক্তদের শুভেচ্ছা জানিয়ে থাকেন তারকারা। আজ খুশির ঈদ। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সবাই যে যার নিজের মতো উদযাপন করছে এই বিশেষ দিনটি। কেউই বাদ নেই আজকের এই ঈদ উদযাপনে। তাই এই শুভ দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেলেবরা।

ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী

ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী (ছবি: ফেসবুক)

দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী বর্তমানে রয়েছেন নিউ ইয়র্কে। সেখান থেকে দুই বোন মিলে একসঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ফাহমিদা নবী লিখেছেন, ঈদ মোবারক। ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সবার মন। সবার জীবনে ঈদুল আযহা আনন্দ বয়ে আনুক।

জয়া আহসান

জয়া আহসান (ছবি: ফেসবুক)

জয়া আহসান নিজের একটি ছবি শেয়ার করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

মীর সাব্বির

মীর সাব্বির (ছবি: ফেসবুক)

বর্তমানে ক্যালিফোর্নিয়াতে রযেছেন মীর সাব্বির। সেখানকার একটি মসজিদে নামাজ আদায় শেষে তোলা একটি সেলফি ও আরও বেশ কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, বিদেশের মাটিতে প্রথম ঈদুল আযহার নামাজ আদায় করলাম প্রিয় মানুষের সঙ্গে। বিদেশের মাটিতে ঈদের আমেজ কেমন সেটা বোঝার নতুন করে এক চেষ্টা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। ঈদ মোবারক।

নুসরাত ফারিয়া নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

স্বামীর সঙ্গে অভিনেত্রী বিদ্যা সিনহা মীম

স্বামীর সঙ্গে অভিনেত্রী বিদ্যা সিনহা মীম (ছবি: ফেসবুক)

স্বামীর সঙ্গে তোলা দুটি ছবি নিজের ফেসবুক পেজে দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।

এর আগে চাঁদরাতে একটি ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছিলেন, নিজের ছবি মুক্তির সময় যেমন আনন্দ লাগে, নিজের দেশে বছরের দুই ঈদেও ঈদের আয়োজন করতে ভালো লাগে। ছোট বেলা থেকে বান্ধবীদের নতুন কাপড় কেনা দেখে নিজেও ঈদে কাপড় কিনতাম। নতুন কাপড় ঈদের আগে কাউকে দেখাতাম না। ঈদ আসবে ঈদের আয়োজন হবেনা তা কি করে হয়। ঈদের সেই আয়োজনটা করতে এখনো ভালো লাগে। বলা যায় অভ্যাস। আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের প্রস্তুতি সম্পন্ন। একসাথে কাল ঈদ পালন করবো পশু কোরবানীর মাধ্যমে। ঈদের আনন্দ ছড়িয়ে পরুক সবার পরাণে। সবাইকে ঈদ মোবারক।

স্ত্রীর সঙ্গে সংগীতশিল্পী আসিফ আকবর

স্ত্রীর সঙ্গে সংগীতশিল্পী আসিফ আকবর (ছবি: ফেসবুক)

আজ পবিত্র ঈদুল আযহা। মজার বিষয়টি হলো আজ সংগীতশিল্পী আসিফ আকবর ও তার স্ত্রীর ৩০তম বিবাহবার্ষিকীও। বিশেষ এই দিলে স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, আজ আমার ক্ষুদ্র জীবনের ঐতিহাসিক দিন। বেগম সালমা আসিফ আর আমার ৩০তম বিবাহবার্ষিকী। এইতো সেদিনের কথা, উনিশ বছর বয়সে ভালবেসে বিয়ের দিন আজ। সব হিসেব নিকেশের গুল্লি মেরে একসাথে বেঁচে থাকার সংগ্রামে বিজয়ী হয়েছি আমরা। আল্লাহর অশেষ রহমতে ভাল মন্দ মিলিয়ে সংসার সংগ্রামে এখনো সমুন্নত আছি। আমার তিন সন্তান রণ রুদ্র আর একমাত্র মেয়ে রঙ্গনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদ মুবারক। আজকের এই দিনে জাতি হিসেবে সব ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আশা পোষন করি। যতই বিপদ আসুক, একসাথে বাঁচবো আমরা সব হিংসা ভুলে গিয়ে। দুনিয়ার অবস্থা ভালনা, আসুন আমরা যেন আর পারষ্পরিক দ্বন্দে লিপ্ত না হয়ে আনন্দ খুঁজে নেই জীবনের। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ভাল থাকুক আমাদের সবার বাংলাদেশ। আল্লাহু আকবর… ঈদ মুবারক … ভালোবাসা অবিরাম…

স্বামী ও ছেলের সঙ্গে মডেল পিয়া জান্নাতুল

স্বামী ও ছেলের সঙ্গে মডেল পিয়া জান্নাতুল (ছবি: ফেসবুক)

পিয়া জান্নাতুল স্বামী ও সন্তানের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মডেল পিয়া জান্নাতুল।

ইরফান সাজ্জাদ

ইরফান সাজ্জাদ (ছবি: ফেসবুক)

ইরফান সাজ্জাদ নিজের তোলা একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, আব্বা : ইরফান তুমি সামনে কাজ সামলাও আমি রান্নাঘরে দেখতেসি..
আমি: (শুধু আব্বা যাওয়ার দেরি) দেখি ছবি তুলো! ঈদ মোবারক।

শিরিন আক্তার শীলা

শিরিন আক্তার শীলা (ছবি: ফেসবুক)

শিরিন আক্তার শিলা নিজের তোলা একটি ছবি ফেসবুকে দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাবা ও ভাইয়ের সঙ্গে সংগীতশিল্পী আথিয়া আনিসা

বাবা ও ভাইয়ের সঙ্গে সংগীতশিল্পী আথিয়া আনিসা (ছবি: ফেসবুক)

বাবা ও ভাইয়ের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সংগীতশিল্পী আথিয়া আনিসা।

অধরা খান নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ঈদ মোবারক। সারারাত গরু পাহারা দিছি আমার মায়ের অর্ডারে, যাই একটু ঘুমাই। মজা না সত্যি কিন্তু।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ