Connect with us

ঢালিউড

‘দামাল’ নিয়ে সবখানে হইচই!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

দামাল

‘দামাল’ সিনেমার পোস্টার (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

ঢালিউডের সফল পরিচালক রায়হান রাফী নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলে লিখেছেন, ‘দামাল! স্বপ্ন এবার অনেক বড়।’ নিজের ছবির দিকে হাসিমুখে তাকিয়ে আছেন তিনি। যে ছবির দিকে তাকিয়ে আছেন তাতে নিজের পরিচালিত সিনেমা ও ওয়েব ফিল্মগুলোর পোস্টারের কোলাজ। এরমধ্যে তার পরিচালিত ‘পরাণ’ অভাবনীয় সাফল্য পেয়েছে। চারদিকে ‘দামাল’-এর প্রতিধ্বনি তার স্বপ্নটা বড় করে দিয়েছে। আগামী ২৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ফুটবল নিয়ে হুটহাট যেখানে সেখানে সদলবলে ঢুকে স্লোগানে স্লোগানে চমকে দিচ্ছে ‘দামাল’ টিম। কখনো টিভি টক শোর মাঝখানে, কখনোবা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কিংবা শপিং কমপ্লেক্সের সামনে। স্টার সিনেপ্লেক্সের ১৮ বছর পূর্তির কেক কাটার আয়োজনেও দেখা গেছে তাদের। সব মিলিয়ে ‘দামাল’ নিয়ে হইচই শুরু হয়েছে সবখানে।

দামাল

বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও শরিফুল রাজ (ছবি: ফেসবুক)

সবশেষ গত ১০ অক্টোবর পান্থপথে একটি রেস্তোরাঁয় ভিন্ন আয়োজনে হলো সংবাদ সম্মেলন ও পোস্টার উন্মোচন। এখানে কৃত্রিম ঘাস ও ছোট গোলবারে ফুটবল নিয়ে মেতে ওঠেন সবাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছে দেশের বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস ও ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস।

দামাল

সংবাদ সম্মেলনে ‘দামাল’ টিম (ছবি: ফেসবুক)

সংবাদ সম্মেলনে রায়হান রাফী বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের সিনেমা। এতে নতুন কিছু খুঁজে পাবে দর্শকরা। এটি ফুটবল ও মুক্তিযুদ্ধ নিয়ে বাণিজ্যিক ধাঁচের সিনেমা। আমার এমন একটা সিনেমা বানানোর ইচ্ছে ছিলো, যেটি দেখে এই প্রজন্মের কাছে মনে হবে মুক্তিযোদ্ধারা নায়ক, সেই খেলোয়াড়রা নায়ক। আমার চাওয়া এটি রিকশাচালক থেকে শুরু করে ট্রেনের পাইলট, সাধারণ মানুষসহ সবাই দেখবে।’

দামাল

বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও শরিফুল রাজ (ছবি: ফেসবুক)

স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প, মুক্তিযুদ্ধের ভিন্ন প্রেক্ষাপট এবং ভালোবাসার অনন্য আখ্যানের সম্মিলন ঘটানো হয়েছে সিনেমাটিতে। এর বাজেট প্রসঙ্গে রায়হান রাফী বলেন, ‘আমার এই সিনেমার বাজেট ২ কোটি টাকা। কিন্তু দেখলে মনে হবে এর বাজেট ৫০ কোটি টাকা!’

রায়হান রাফী ও সিয়াম আহমেদ

রায়হান রাফী ও সিয়াম আহমেদ (ছবি: ফেসবুক)

‘দামাল’-এ স্ট্রাইকার দুর্জয় চরিত্রে অভিনয় করা সিয়াম আহমেদ বলেন, ‘ফুটবল খেলা দেখতে যতটা ভালো ও জাদুময় লাগে, ঠিক ততোটাই কঠিন মাঠে সেই বিষয়টি ঘটানো। আমাদের প্রত্যেক সদস্য এর মুখোমুখি হয়েছে। ফুটবল খেলার কোরিওগ্রাফি করা কখনো সম্ভব নয়। আমাদের ম্যাচ খেলতে হতো, তখন হয়তো ভালো দৃশ্য পাচ্ছি অথবা পাচ্ছি না। শুটিংয়ের সময় খেলার মাঝে আমি আর শরিফুল রাজ দৌড়াচ্ছি আর বমি করছি। কারণ শট রোলে আছে, তাই আমরা থামতে পারবো না। সিনেমাটি দেখলে দর্শকরা বুঝতে পারবেন, আমরা বসে বসে এটা বানাইনি। আমরা খেটে সিনেমাটি বানিয়েছি।’

দামাল

সংবাদ সম্মেলনে ‘দামাল’ টিম (ছবি: ফেসবুক)

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের সত্যি ঘটনায় অনুপ্রাণিত ‘দামাল’ সিনেমার চিত্রনাট্য। অধিনায়ক মুন্না চরিত্রে অভিনয় করা শরিফুল রাজ বলেন, ‘স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি, তারাই আমাদের আদর্শ। তারাই প্রথম বিদেশে বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে ঢুকেছে। সুতরাং তারা শুধু খেলোয়াড় ছিলেন না। তাদের সেই ঐতিহাসিক অবদানকে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি।’

দামাল

সংবাদ সম্মেলনে ‘দামাল’ টিম (ছবি: ফেসবুক)

সিনেমার ট্রেলারে শরিফুল রাজের বাইসাইকেল কিক প্রশংসিত হয়েছে। এর নেপথ্যের ঘটনা তুলে ধরেছেন তিনি, ‘ব্যক্তিগতভাবে আমি রোনালদিনহোর ভক্ত। ব্রাজিলিয়ানরা ভালো বাইসাইকেল কিক দেয়। আমি সেসব দেখে তিন-চার মাস অনুশীলন করেছি। শেষমেষ দৃশ্যটি ভালো হওয়ায় আমি খুশি। এর কৃতিত্ব চিত্রগ্রাহক সুমন সরকার আর পরিচালকের।’

দামাল

বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও শরিফুল রাজ (ছবি: ফেসবুক)

হাসনা চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। তার আশা, “দর্শক এবার আমাকে দেখে তালি দেবে। ‘পরাণ’ দেখে গালি দিয়েছিলো যে অনন্যা এমন কেনো! তবে অনন্যা আর হাসনা পুরো বিপরীত দুটি চরিত্র।”

দামাল

সংবাদ সম্মেলনে ‘দামাল’ টিম (ছবি: ফেসবুক)

ছবিটিতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, কায়েস চৌধুরী, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, নাসির উদ্দিন খান, সামিয়া অথৈ, পূজা এবং সারওয়াত আজাদ বৃষ্টি।

দামাল

সংবাদ সম্মেলনে ‘দামাল’ টিম (ছবি: ফেসবুক)

‘দামাল’ গল্পটি লিখেছেন ফরিদুর রেজা সাগর। নিজের প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে তিনিই সিনেমাটি প্রযোজনা করেছেন। রায়হান রাফীর সঙ্গে মিলে চিত্রনাট্য তৈরি করেছেন নাজিম উদ্দৌলা।

‘দামাল’ সিনেমার পরিচালক রায়হান রাফী, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ (ছবি: ফেসবুক)

সিনেমাটির ‘ঘুরঘুর পোকা’ ও ‘আমি দুর্জয়’ শিরোনামের দুটি গান প্রকাশিত হয়েছে। এগুলো লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনায় আরাফাত মহসিন নিধি। গান দুটি গেয়েছেন মমতাজ বেগম ও প্রীতম হাসান। শব্দ প্রকৌশলী হিসেবে দায়িত্বে ছিলেন রিপন নাথ। চিত্রগ্রহণে সুমন সরকার। সম্পাদনায় সামির আহমেদ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ