Connect with us

মঞ্চ-শিল্প

দীর্ঘ বিরতির পর ঢাকার মঞ্চে ফিরছে ‘ক্রাচের কর্নেল’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ক্রাচের কর্নেল’ নাটকের দৃশ্য (ছবি: বটতলা)

দীর্ঘ বিরতির পর আবার মঞ্চে ফিরছে বটতলার দর্শকপ্রিয় নাটক ‘ক্রাচের কর্নেল’। মাঝে করোনার দুঃসময় ও নতুন তিন প্রযোজনার ব্যস্ততা শেষে নিজেদের গুছিয়ে আবার এই নাটক নিয়ে ফিরছেন নাট্যদলটির মঞ্চকর্মীরা। 

আগামী ১ জুন এবং ২ জুন ঢাকার নাটক সরণি বেইলি রোডের মহিলা সমিতিতে ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘ক্রাচের কর্নেল’ নাটকটির ৫২ ও ৫৩তম দেখা যাবে। দুই দিনই প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

বটতলার পরিচালক (যোগাযোগ) কাজী রোকসানা রুমা জানান, করোনা মহামারিতে লকডাউন ও সামাজিক দূরত্বের কারণে অন্য নাটকগুলোর মতো ‘ক্রাচের কর্নেল’-এর প্রদর্শনী বন্ধ রাখতে হয়। সবকিছু স্বাভাবিক হওয়ার পরেও ঢাকার মঞ্চে ফিরতে পারেনি এটি। কারণ গত সাড়ে তিন বছরে বটতলা মঞ্চে এনেছে তিনটি নতুন নাটক। এগুলো হলো ‘মার্ক্স ইন সোহো’, ‘রাইজ আ্যন্ড শাইন’ এবং ‘সখী রঙ্গমালা’।

‘ক্রাচের কর্নেল’ নাটকের দৃশ্য (ছবি: বটতলা)

‘ক্রাচের কর্নেল’ বটতলার নবম প্রযোজনা। শাহাদুজ্জামানের উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনায় মোহাম্মদ আলী হায়দার।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্বাপর নাটকীয় কালপর্বকে উপজীব্য করে লেখা প্রামাণ্য উপন্যাস ‘ক্রাচের কর্নেল’। এর প্রধান চরিত্র কর্নেল তাহের। একটি বিশেষ ধারার বিপ্লবী রাজনীতির কৌশল হিসেবে পাকিস্তান সেনাবহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। তারপর দুঃসাহসিক অভিযানের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে যোগ দেন মুক্তিযুদ্ধে। যুদ্ধক্ষেত্রে দুর্ধর্ষ এক অপারেশনে হারিয়েছেন একটি পা। ক্রাচে ভর দিয়েই ব্যতিক্রম সিপাহী অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং অবশেষে উপমহাদেশের ঘৃণিত রাজনৈতিক ফাঁসির শিকার হয়েছেন।

‘ক্রাচের কর্নেল’ নাটকের দৃশ্য (ছবি: বটতলা)

‘ক্রাচের কর্নেল’ নাটকটির মাধ্যমে বটতলা উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে। অনেক তর্ক-যুক্তির মাধ্যমে এগিয়ে চলে নাটকটি। না জানা অনেক বিষয়ের বিশ্লেষণাত্মক উপস্থাপনা এবং ইতিহাসের অলিগলিতে বিচরণই নাটকটির দর্শকপ্রিয়তার মূল কারণ।

নাটকটির অভিনয়শিল্পীরা হলেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভূঁইয়া, ইভান রিয়াজ, ম. সাঈদ, গোলাম মাহবুব মাসুম, নাফিউল ইসলাম ও সুমিত তেওয়ারি রানা।

‘ক্রাচের কর্নেল’-এর সহকারী নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ইমরান খান মুন্না, পোশাক পরিকল্পনায় হুমায়রা আক্তার, কোরিওগ্রাফিতে সামিনা লুৎফা নিত্রা, আলোক পরিকল্পনায় খালিদ মাহমুদ সেজান এবং আবহ সংগীত সাজিয়েছেন পিন্টু ঘোষ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ