Connect with us

নাটক

দৃষ্টিহীন তরুণীর চরিত্রে তটিনী, খায়রুল বাসারের ‘চোখ যে মায়ের কথা বলে’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘চোখ যে মায়ের কথা বলে’ নাটকে তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার (ছবি: সিনেমাওয়ালা)

দৃষ্টিহীন তরুণীর ভূমিকায় অভিনয় করলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা তানজিম সাইয়ারা তটিনী। ‘চোখ যে মায়ের কথা বলে’ নামের একটি নতুন নাটক তাকে এই চরিত্রে দেখা যাচ্ছে। এতে তার সহশিল্পী তরুণ অভিনেতা খায়রুল বাসার। তাদের রসায়ন ইতোমধ্যে দর্শকদের ভালোবাসা পাচ্ছে। 

‘চোখ যে মায়ের কথা বলে’ পরিচালনা করেছেন মো. ওমর ফারুক। নাটকের নামকরণ প্রসঙ্গে তিনি সিনেমাওয়ালা নিউজকে বলেন, ‘মায়ের তো আসলে তুলনা হয় না। সেটা আরেকবার একটি গল্পের মাধ্যমে আমরা তুলে ধরতে চেয়েছি। এছাড়া মায়ের প্রতি ছেলের ভালোবাসার বার্তাও রয়েছে এই নাটকে।’

‘চোখ যে মায়ের কথা বলে’ নাটকে তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার (ছবি: সিনেমাওয়ালা)

‘চোখ যে মায়ের কথা বলে’  নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, বাপ্পি আশরাফ, জিএম মাসুদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনামিকা মণ্ডল। সম্প্রতি ঢাকার উত্তরায় নাটকটির শুটিং হয়েছে। এর চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর।

‘চোখ যে মায়ের কথা বলে’ নাটকে তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিনেমাওয়ালা)

গল্পের প্রয়োজনে ‘মা’ শিরোনামের একটি গান রয়েছে নাটকে। এর কথা লিখেছেন তারিক তুহিন। এটি গেয়েছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার মার্সেল।

‘চোখ যে মায়ের কথা বলে’ নাটকে খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিনেমাওয়ালা)

ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে আজ (১১ নভেম্বর) দুপুর ১২টায় মুক্তি পেয়েছে প্রাণ সস প্রেজেন্টস ‘চোখ যে মায়ের কথা বলে’।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন মো. ওমর ফারুক। তিনি এর আগে ‘ব্ল্যাক মানি’ ও ‘অফিসার’ নামে দুটি একক নাটক এবং ‘সংসারের সুখ-দুঃখ’, ‘আপনজন’ ও ‘পরিবারের বন্ধন’ ধারাবাহিক তিনটি পরিচালনা করেছেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ