Connect with us

বলিউড

দেখুন তো চিনতে পারেন কিনা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নওয়াজুদ্দিন সিদ্দিকী

নওয়াজুদ্দিন সিদ্দিকী (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের একজন নওয়াজুদ্দিন সিদ্দিকী। ২৩ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য চরিত্রে। প্রতিবারই ধরা দিয়েছেন ভিন্ন ভিন্ন সব লুকে। সম্প্রতি আরও একবার নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করছেন এই অভিনেতা। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সকলের।

সদ্যই নিজের আসন্ন সিনেমা হাড্ডি-র শুটিং শুরু করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। আজ (২৩ আগস্ট) মুক্তি পেয়েছে সিনেমাটির মোশন পোস্টার। আর তাতেই প্রকাশ্যে এসেছে নওয়াজের ভিন্ন লুকটি। যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন অভিনেতার ভক্তরা। কারণ মোশন পোস্টারের গ্ল্যামারাস চুল এবং মেকআপসহ ধূসর গাউন পরা এই নারী যে নওয়াজুদ্দিন সিদ্দিকী সেটা বোঝা কিন্তু একদম মুশকিল।

হাড্ডি নিয়ে উচ্ছ্বসিত স্বয়ং নওয়াজুদ্দিনও। তিনি জানান, “আমি বিভিন্ন আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেছি, তবে হাড্ডি একটি অনন্য এবং বিশেষ চরিত্র হতে চলেছে কারণ আমি এমন একটি চেহারায় আসব যা আগে কখনও দেখা যায়নি এবং এটি আমাকে একজন অভিনেতা হিসেবে আরও একধাপ এগিয়ে দিতে সাহায্য করবে।”

হাড্ডি পরিচালনার দায়িত্বে রয়েছেন অক্ষত অজয় শর্মা। এর চিত্রনাট্য লিখেছেন তিনি ও অদম্য ভাল্লা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ