Connect with us

নাটক

‘দেনা পাওনা’ নিয়ে ফিরছেন অ্যালেন শুভ্র

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘দেনা পাওনা’য় অ্যালেন শুভ্র (ছবি: সিনেমাওয়ালা)

অনেকদিন পর অভিনয়ে ফিরলেন অ্যালেন শুভ্র। ‘দেনা পাওনা’ নামের একটি মিনি সিরিজে দেখা যাবে তাকে। ইতোমধ্যে শুটিং শেষ করেছেন তিনি।

‘দেনা পাওনা’র গল্প একটি পরিবারকে কেন্দ্র করে। এতে ছোট ছেলের চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র। ছেলেটি পড়াশোনা শেষ করেছে। তার বাবা স্কুল শিক্ষক। বড় ভাই শহরে স্ত্রী-সন্তান নিয়ে থাকে। একপর্যায়ে জীবনের কঠিন একটি সত্য জানতে পারে ছোট ছেলে।

কেএম সোহাগ রানা (ছবি: আকিব রহমান)

‘দেনা পাওনা’ লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। তিনি সিনেমওয়ালা নিউজকে বলেন, ‘মিনি সিরিজটিতে ৭ থেকে ৮টি পর্ব থাকবে। প্রতিটি পর্বের সঙ্গে দর্শকরা নিজেদের কোনও না কোনোভাবে খুঁজে পাবেন এবং যে যার মতো উপলব্ধি করবেন।’

কেএম সোহাগ রানার পরিচালনায় এর আগে পাঁচ পর্বের মিনি সিরিজ ‘ওয়াইজ গাই’তে অভিনয় করেন অ্যালেন শুভ্র। অনেকদিন পর আবার একজোট হলেন তারা।

অ্যালেন শুভ্রর পাশাপাশি ‘দেনা পাওনা’য় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, মুসাফির সৈয়দ, এমএনইউ রাজু, এবি রোকন, তানজিম হাসান অনিক, তাবাসসুম ছোঁয়াসহ অনেকে।

শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট চ্যানেলে অবমুক্ত হবে ‘দেনা পাওনা’। এর আবহ সংগীত করেছেন আরফিন রুমি ও নাভেদ পারভেজ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ