Connect with us

শুভেচ্ছা

নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালার বাগদান

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সবিতা ধুলিপালা ও নাগা চৈতন্য (ছবি: ফেসবুক)

তেলুগু অভিনেতা নাগা চৈতন্য ও বলিউড অভিনেত্রী সবিতা ধুলিপালার সম্পর্ক নিয়ে অনেকদিন ধরে জল্পনা চলছিলো। সেই গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিলো। আজ (৮ আগস্ট) সকালে ঘরোয়া পরিসরে তাদের বাগদান হয়েছে। নাগার বাবা অভিনেতা নাগার্জুনার বাড়িতে দুই পরিবারের উপস্থিতিতে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সোশ্যাল মিডিয়ায় তিনিই এই সুখবর জানিয়েছেন। 

ফেসবুক ও ইনস্টাগ্রামে নাগার্জুনা আক্কিনেনি ছেলের বাগদানের দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের ছেলে নাগা চৈতন্যের সঙ্গে সবিতা ধুলিপালার বাগদান ঘোষণা করতে পেরে আমি খুবই আনন্দিত। আজ সকাল ৯টা ৪২ মিনিটে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সবিতাকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা খুবই খুশি। যুগলকে অনেক শুভেচ্ছা! সারা জীবন তাদের জীবনে ভালোবাসা ও সুখ ভরে থাকুক। ঈশ্বর তাদের মঙ্গল করুন।’

সবিতা ধুলিপালা, নাগার্জুনা ও নাগা চৈতন্য (ছবি: ফেসবুক)

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাগদানে সবিতা সেজেছিলেন হালকা গোলাপি রঙের শাড়ি ও ব্লাউজে। খোঁপায় বাঁধা ছিলো গোলাপি ফুল। নাগা চৈতন্য পরেছেন সাদা শেরওয়ানি। তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন জগতের অনেকেই।

সবিতা ধুলিপালা ও নাগা চৈতন্য (ছবি: ফেসবুক)

জ্যোতিষীর পরামর্শ নিয়েই ৮ আগস্ট দিনটি বেছে নেওয়া হয়েছে। নাগার মা অমলা আক্কিনেনি, ভাই আখিল আক্কিনেনি, সবিতার মা-বাবা ও বোন এবং হবু বর-কনের ঘনিষ্ঠরা বাগদানে ছিলেন। চলতি বছরের শেষ প্রান্তে সাত পাকে বাঁধা পড়বেন দুই তারকা।

নাগা চৈতন্য (ছবি: এক্স)

নাগা চৈতন্য ২০১৭ সালে গোয়াতে তামিল-তেলুগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান। চার বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ২০২১ সালের অক্টোবরে  তাদের বিচ্ছেদ হয়। সামান্থার সঙ্গে সংসারে থাকাকালীন সবিতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান নাগা। তারা একসঙ্গে ইউরোপ বেড়াতে যাওয়ার পর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, দু’জনে একটি পার্টি উপভোগ করছেন। সেই থেকে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা ঘনীভূত হতে থাকে। তবে এই তারকা জুটি মুখ খোলেননি।

নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালা (ছবি: এক্স)

সামান্থার সঙ্গে প্রতারণার কথা কয়েক মাস আগে একটি সাক্ষাৎকারে স্বীকার করেন নাগা। ৩৭ বছর বয়সী এই অভিনেতা জানান, দাম্পত্য জীবনে থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়েছেন।

বাগদানের আগে সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে সামান্থার সঙ্গে তোলা একাধিক স্থিরচিত্র মুছে ফেলেছেন নাগা চৈতন্য। কেবল ‘মাজিলি’ (২০১৯) সিনেমার পোস্টার ও শুটিংয়ের কিছু ছবি এখনো আছে। এতে সামান্থার সঙ্গে জুটি বাঁধেন তিনি।

সবিতা ধুলিপালা ও নাগা চৈতন্য (ছবি: ফেসবুক)

সামান্থার সঙ্গে বিয়েবিচ্ছেদের পর অবসাদে দিন কাটতো নাগার। নাগার্জুনা বলেন, ‘বাগদান-পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। জীবনে আবার সুখ খুঁজে পেয়েছে চৈতন্য। সে সত্যিই খুব খুশি। আমার ছেলে মনের কথা সহজে প্রকাশ করে না। কিন্তু আমি বুঝতে পারতাম, সে ভালো নেই। আবার তাকে হাসতে দেখে আমি খুব খুশি। সবিতা ও নাগার জুটি অসাধারণ। তারা পরস্পরকে খুব ভালোবাসে।’

সবিতা ধুলিপালা (ছবি: এক্স)

২০১৬ সালে অনুরাগ কাশ্যাপের ‘রমণ রাঘব ২.০’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সবিতা ধুলিপালার। অ্যামাজন প্রাইম ভিডিওর ‘মেড ইন হ্যাভেন’ সিরিজের সব মৌসুমে (২০১৯-২০২৩) অভিনয় করেছেন তিনি। তার আরো দুটি আলোচিত সিরিজ ‘বার্ড অব ব্লাড’ (নেটফ্লিক্স) ও ‘দ্য নাইট ম্যানেজার’ (ডিজনি প্লাস হটস্টার)।

সবিতা ধুলিপালা (ছবি: এক্স)

হিন্দির পাশাপাশি তেলুগু, মালায়লাম ও তামিল সিনেমায় দেখা গেছে সবিতাকে। সম্প্রতি দেব প্যাটেলের পরিচালনায় ‘মাঙ্কি ম্যান’-এর মাধ্যমে হলিউডে পা রেখেছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ