Connect with us

ঢালিউড

নিউইয়র্কের রাস্তায় একই গাড়িতে শাকিব-অপু

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাকিব খান ও অপু বিশ্বাস (ছবি: ফেসবুক)

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভাঙা সম্পর্ক জোড়া লাগছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে দু’জনের ঘুরে বেড়ানোর একটি ভিডিও এখন ভাইরাল। এতে দেখা যায়, খাবারের দোকান থেকে বেরিয়ে জয়কে হাত ধরে রাস্তা পেরিয়ে পার্কিংয়ে এনে গাড়িতে তোলেন শাকিব, তখন তাদের পেছনে দেখা যায় অপুকে। তিনি উঠেছেন চালকের পাশে। ছেলেকে গাড়িতে তুলে শাকিব গিয়ে বসেন চালকের আসনে। 

অনেকদিন ধরে শাকিব-অপুর আবার এক হওয়ার গুঞ্জন ও ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। ঈদুল আজহায় তারা একে অপরের সিনেমার প্রচারণা করেছেন সোশ্যাল মিডিয়ায়। অপুর ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানান শাকিব। সেই স্ট্যাটাস শেয়ার দিয়ে অপু লিখেছেন, ‘আমার প্রতিটি সাফল্যের পেছনে মা-বাবার পরেই তোমার অবদান।’

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

ঈদে নিজের অভিনীত ‘প্রিয়তমা’ মুক্তির পরই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব। কয়েকদিন পর ছেলেকে নিয়ে আমেরিকার ফ্লাইট ধরেন অপু। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে সাবেক স্ত্রী ও পুত্রসন্তানকে অভ্যর্থনা জানান শাকিব নিজেই। এরপর তিনজন মিলে একসঙ্গে ফিরেছেন গন্তব্যে।

গত বছর যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন শাকিব। ধারণা করা হচ্ছে, অপু ও জয়কে নিয়ে মার্কিন মুলুকে সংসার সাজাচ্ছেন তিনি।

শাকিব খানের কোলে আব্রাহাম খান জয়, পাশে অপু বিশ্বাস (ছবি: ফেসবুক)

২০০৮ সালে বিয়ের বন্ধনে জড়ান শাকিব-অপু। কিন্তু দীর্ঘদিন সেই সত্য প্রকাশ্যে আসেনি। ২০১৬ সালে কলকাতায় জন্ম হয় জয়ের। ২০১৭ সালে একটি টিভি লাইভে সন্তানসহ হাজির হয়ে বিয়ে-সন্তানের কথা জানিয়ে দেন অপু। ২০১৮ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়।

টাইমস স্কয়ারে শাকিব খান ও শবনম বুবলী (ছবি: ফেসবুক)

২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীর সঙ্গে ঘর বাঁধেন শাকিব খান। ২০২০ সালে তাদের ঘরে জন্ম নেয় ছেলে শেহজাদ খান বীর। ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি পোস্ট করে শাকিবের সঙ্গে বিয়ের কথা জানান বুবলী। তবে তার সঙ্গে বিয়েবিচ্ছেদ হয়েছে কিনা সেই বিষয়টি কখনও পরিষ্কার করেননি শাকিব।

শেহজাদ খান বীর

শাকিব খানের কোলে শেহজাদ খান বীর (ছবি: ফেসবুক)

এদিকে এবারের ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত দুই সিনেমা ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ