Connect with us

বলিউড

আমিরের এই নায়িকা বেড়ে উঠেছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারে, এখনো থাকেন ভাড়া বাসায়

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ফাতিমা সানা শেখ (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখের ক্যারিয়ার শুরু হয় শিশুশিল্পী হিসেবে। বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ তাকে খ্যাতি এনে দিয়েছে রাতারাতি। এখন তার পায়ের তলার মাটি মোটামুটি শক্ত। তবে শৈশব-কৈশোরে আর্থিক প্রতিকূলতা সামলাতে হয়েছে তাকে। এ ব্যাপারে খোলামেলা কথা বলেছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফাতিমা শৈশবের অভাব-অনটনের কথা তুলে ধরেছেন। ৩১ বছর বয়সী এই তারকা বলেন, ‘খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছি আমি। আমরা থাকতাম এক কামরার ঘরে। একটি ভবনের নিচতলায় গাড়ি পার্কিংয়ের জায়গার একপাশে সেই ঘরের মধ্যেই রান্নার জায়গা আর এক কোণে ছিলো স্নানঘর।’

ফাতিমা সানা শেখ (ছবি: ইনস্টাগ্রাম)

সবাই ভাবে, তারকারা কাড়ি কাড়ি টাকা আয় করে দামি গাড়ি-বাড়িতে বিলাসী জীবন কাটান। সেই চেনা ধারণা ভাঙতে চান ফাতিমা। অভিনয়কে পেশা হিসেবে নিয়ে বলিউডে সাত বছর কেটে গেলেও এখনো সাদামাটা জীবনযাপন করেন তিনি। মুম্বাইয়ে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন নায়িকা। তার বিশ্বাস, তারকাদের জীবনে শুধু চাকচিক্যই শেষ কথা নয়।

ফাতিমা সানা শেখ (ছবি: ইনস্টাগ্রাম)

ফাতিমার কথায়, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত। তবে এখনো বাড়ি কিনিনি। ভাড়া বাসাতেই থাকি। সচ্ছল জীবনযাপনের জন্য অনেকটা পথ পাড়ি দিতে পেরেছি যেগুলো আমি চেয়েছিলাম। আমি এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছি। চলমান এই প্রক্রিয়া থামার নয়। জীবনে সংগ্রামের কোনো শেষ নেই।’

নায়িকার মন্তব্য, বলিউডে এমন অনেক অভিনয়শিল্পী আছেন যারা বিলাসী জীবন কাটাতে বেশি অর্থ উপার্জনের জন্য পছন্দমাফিক না হওয়ার পরও কিছু কাজ করে ফেলেন। এক্ষেত্রে কাজের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে না।

ফাতিমা সানা শেখ (ছবি: ইনস্টাগ্রাম)

ফাতিমা বলেন, ‘ভালো কাজ খুঁজতে থাকার পাশাপাশি ক্রমাগত নিজের সঙ্গে লড়াই করতে হয়। ভাবতে হয়, টাকার জন্য কাজ করবো নাকি ভালো কাজের অপেক্ষায় থাকবো। প্রয়োজন ও চাহিদা অনুযায়ী অনেকে নিজেদের মানসিকতায় পরিবর্তন আনেন। বিলাসিতা করতে গেলে ক্যামেরার সামনে এমন কাজ বেছে নিতে হয় যেগুলো না করলেও চলে। তবে শুধু টিকে থাকার জন্য কাজ করতে হয় কাউকে কাউকে। পর্যাপ্ত আর্থিক নিরাপত্তা থাকলে এমন কিছু বেছে নেওয়া সহজ, যেগুলো অভিনয়শিল্পী হিসেবে তৃপ্তি এনে দেবে। কিন্তু কখনো কখনো সেই সুযোগ থাকে না।’

ফাতিমা সানা শেখ

ফাতিমা সানা শেখ (ছবি: ইনস্টাগ্রাম)

ফাতিমার হাতে এখন আছে মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’। এতে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১ ডিসেম্বর।

‘দঙ্গল’ সিনেমার দৃশ্যে আমির খানের সঙ্গে ফাতিমা সানা শেখ (ছবি: টুইটার)

‘দঙ্গল’ (২০১৬) মুক্তির দুই বছর পর আমির খানের সঙ্গে যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় কাজ করেছেন ফাতিমা। এরপর ‘লুডো’ (২০২০), ‘সুরজ পে মঙ্গল ভারি’ (২০২০), ‘আজিব দাস্তান’ (ওয়েব ফিল্ম, ২০২১) ও ‘থার’ (২০২২) সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়া অ্যামাজন প্রাইম ভিডিওর ‘মডার্ন লাভ মুম্বাই’ সিরিজ়ে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ