Connect with us

ঢালিউড

নিশোর সঙ্গে নুসরাত ফারিয়ার সাড়ে তিন মিনিটের নাচ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘কলিজা আর জান’ গানের দৃশ্যে আফরান নিশো ও নুসরাত ফারিয়া (ছবি: চরকি)

বড় পর্দার জন্য জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র টিজার ও পূর্বাভাসের পর এবার এলো আইটেম গান। এতে তিনি ও দুই বাংলার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া হেলেদুলে মনপ্রাণ ঢেলে নেচেছেন। আজ (১২ জুন) বিকেলে এটি প্রকাশিত হয়েছে।

আইটেম গানটির শিরোনাম ‘কলিজা আর জান’। এর কথাগুলো এমন– সামনে-পিছে ডাইনে-বামে/কী চায় এই মন কেউ কি জানে/কোথায় শান্তি, সুখ যে কিসে/শুইনা যা আজ নাচে-গানে/না-না-না সব দিবি বইলা পারবি না পটাইতে/হাসি পায় পায় হাসি তোদের মিঠা কথাতে/ছলনা, সবই যে ছলনা বাহানা/করি না আজাইরা প্রেম আর করি না/ও টাকা তুই আমার কলিজা আর জান।

গানটি গেয়েছেন দিলশাদ নাহার কণা। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসিন নিধি। তার সঙ্গে মিলে এটি লিখেছেন রাসেল মাহমুদ।

‘কলিজা আর জান’ গানের দৃশ্যে নুসরাত ফারিয়া (ছবি: চরকি)

গানটির দৈর্ঘ্য তিন মিনিট ৩০ সেকেন্ড। নিশো ও ফারিয়ার পাশাপাশি প্রায় ৪০০ নৃত্যশিল্পী নিয়ে ঢাকায় চার দিন ধরে এর শুটিং হয়েছে। এজন্য ব্যয় হয়েছে বড় বাজেট।

‘কলিজা আর জান’ গানের দৃশ্যে নুসরাত ফারিয়া (ছবি: চরকি)

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’তে আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জার রসায়ন দেখা যাবে। এতে আরো অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক বেপারি।

‘কলিজা আর জান’ গানের দৃশ্যে নুসরাত ফারিয়া (ছবি: চরকি)

সিলেটের সুনামগঞ্জের দুর্গম এলাকা, চট্টগ্রামের বিভিন্ন এলাকাসহ ঢাকার অনেকে স্থানে সিনেমাটির শুটিং হয়েছে। ‘সুড়ঙ্গ’র গল্প লিখেছেন রায়হান রাফী। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফী।

‘সুড়ঙ্গ’ যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই স্টুডিওস এবং চরকি। আগামী ঈদুল আজহায় এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ