Connect with us

ছবি ও কথা

নুসরাতের হলুদ ভালোবাসায় জয়ের ট্যাটু

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

টালিগঞ্জের নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান নতুন ছবিতে আবেদন ছড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার শেয়ার করা তিনটি নতুন ছবি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সব ছাপিয়ে অনেকের কাছে আকর্ষণীয় লেগেছে তার উল্কি।

হলুদ রঙের হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে নুসরাত জাহান লিখেছেন, ‘আরো রোদ্দুর… আরো সূর্যাস্ত… আরো হলুদ হলুদ।’ ৩৩ বছর বয়সী এই তারকা সমুদ্র সৈকতে অবসর কাটিয়ে ফুরফুরে মেজাজে আছেন। বিভিন্ন হ্যাশট্যাগে সেই বার্তাই দিয়েছেন তিনি।

নুসরাতের বুকের বাঁ-পাশের ট্যাটুতে ‘ভিক্টোরি’ শব্দটি লেখা, এর অর্থ বিজয়। ভক্তদের অনেকে তার এই ট্যাটুর প্রশংসা করেছেন।

নুসরাত জাহানের হাতে এখন আছে তিনটি সিনেমা। এগুলো হলো অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালিত ‘জয় কালি কলকাতাওয়ালি’, শিলাদিত্য মৌলিকের ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ এবং বাবা যাদব পরিচালিত ‘মেন্টাল’।

নুসরাত তিন বছর ধরে অভিনেতা যশ দাসগুপ্তের সঙ্গে একই ছাদের নিচে থাকছেন। ২০২১ সালের আগস্টে তাদের ভালোবাসাকে পূর্ণতা দিয়েছে এক পুত্রসন্তান।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ