Connect with us

ঢালিউড

‘পরাণ’ শাড়িতে মিম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘পরাণ’র শাড়িতে বিদ্যা সিনহা সাহা মিম

‘পরাণ’র শাড়িতে বিদ্যা সিনহা সাহা মিম (ছবি: ফেসবুক)

বিদ্যা সিনহা সাহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান অভিনীত ‘পরাণ’-এর সুবাদে বহুদিন পর কোনো বাংলা সিনেমার প্রশংসায় পঞ্চমুখ সবাই। টিকিট নাই! হাউজফুল! রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার ক্ষেত্রে বারবার উচ্চারিত হচ্ছে এসব শব্দ। সিনেমাটির মাধ্যমে বহুদিন পর আনন্দধারা বইছে!

চারদিকে এতো জয়জয়কার আর এরইমধ্যে ‘পরাণ’র শাড়ি পরে হাজির হলেন সিনেমাটির অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম।

বিদ্যা সিনহা মিম

‘পরাণ’ সিনেমার পোস্টারের নকশা সংবলিত শাড়িতে বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)

শুক্রবার (২৯ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইলে একটি ছবি দিয়েছেন মিম। সেখানেই ‘পরাণ’ এর শাড়িতে দেখা মিলেছে ঢালিউডের এই অভিনেত্রীর।

নিজের শেয়ার করা ছবিটির ক্যাপশনে মিম লিখেছেন, ‘পরাণ’র শাড়িতে আপনাদের অনন্যা!

বিদ্যা সিনহা মিম

‘পরাণ’ সিনেমার পোস্টারের নকশা সংবলিত শাড়িতে বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)

জানা গেছে, মিমের পরনের এই শাড়িটির ডিজাইন করেছেন বিশ্ব রঙ এর কর্ণধর বিপ্লব সাহা। এজন্য তাকে ধন্যবাদ জানিয়ে মিম লিখেছেন, ধন্যবাদ প্রিয় বিপ্লব সাহা দাদা,পরাণের এই চমৎকার ডিজাইনের শাড়িটির জন্য।

বিদ্যা সিনহা মিম

‘পরাণ’ সিনেমার পোস্টারের নকশা সংবলিত শাড়িতে বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)

শুধু শাড়ি নয়, ‘পরাণ’ সিনেমার বিভিন্ন দৃশ্য দিয়ে নকশা করা এই শাড়িটির পাশাপাশি পাঞ্জাবী পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন মিম।

মিম আরও জানিয়েছেন, যদি কেউ শাড়িটি নিতে চায় তাহলে এর জন্য অগ্রিম অর্ডার করতে হবে।

‘হাওয়া’র শাড়িতে নাজিফা তুষি, শাহনাজ খুশি ও অন্যান্যরা

‘হাওয়া’র শাড়িতে নাজিফা তুষি, শাহনাজ খুশি ও অন্যান্যরা (ছবি: ফেসবুক)

এদিকে, গত ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘হাওয়া’ সিনেমাটি। মজার বিষয় হলো, ‘হাওয়া’র শাড়িতে দেখা মিলেছে সিনেমাটির অভিনেত্রী নাজিফা তুষির।

শুধু তুষি নয়, শাহনাজ খুশি, আজমেরি হক বাঁধনের পরনেও দেখা গেছে ‘হাওয়া’র শাড়ি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ