Connect with us

ঢালিউড

‘পরাণ’: সিনেমা হলে ব্যবসাসফল ১০০ দিন পূর্ণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পরাণ

‘পরাণ’ সিনেমার পরিচালক রায়হান রাফীর (সর্ববাঁয়ে) সঙ্গে প্রধান তিন অভিনয়শিল্পী শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

ঈদুল আজহা উপলক্ষে গত ১০ জুলাই মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। এরপর অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে সিনেমাটি। সিনেমা হলে ‘পরাণ’-এর প্রদর্শনীর ১০০ দিন গুনে গুনে পূর্ণ হলো গত ১৭ অক্টোবর। টানা ১০০ দিন দর্শক পাওয়ার এমন নজির সাম্প্রতিক সময়ে দেশের আর কোনো সিনেমার নেই। ফলে কোটি কোটি টাকা আয়ের পাশাপাশি রেকর্ড গড়েছে ‘পরাণ’।

পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্র জানিয়েছে, এখন ঢাকার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের ১১টি সিনেমা হলে চলছে ‘পরাণ’। সিনেপ্লেক্সে এখনো প্রতিদিন কয়েকটি প্রদর্শনী হাউসফুল যাচ্ছে।

পরাণ

‘পরাণ’ সিনেমায় বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

বরগুনার আলোচিত একটি সত্যি ঘটনার ছায়া অবলম্বনে ত্রিভুজ প্রেমের গল্পে সাজানো হয়েছে ‘পরাণ’। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু।

দেশের বাইরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, অস্ট্রেলিয়ার সিডনি এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রশংসিত হয়েছে লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’।

শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম

‘পরাণ’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম (ছবি: লাইভ টেকনোলজিস)

‘পরাণ’ সিনেমায় অয়ন চাকলাদার ও আতিয়া আনিসার গাওয়া ‘চলো নিরালায়’ গানটি সাধারণ শ্রোতাদের পাশাপাশি তারকাদেরও মন জয় করেছে। এটি লিখেছেন গীতিকবি জনি হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ