Connect with us

বলিউড

পাঁচতারকা হোটেলে ভক্তদের খাওয়ালেন শাহরুখ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শাহরুখ খান

শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)

ভারতীয় সুপারস্টার শাহরুখ খানের প্রতি নিবেদিত ভক্ত অসংখ্য। সোশ্যাল মিডিয়ায় তাদের অনেকে প্রিয় তারকার সাফল্যের জন্য প্রচারণা চালিয়ে থাকে। তাদেরই একজন সুধীর কোঠারি সোশ্যাল মিডিয়া টুইটারে একটি ফ্যানক্লাব পরিচালনা করেন। ‘এসআরকে চেন্নাই এফসি’ নামের অ্যাকাউন্টটির ফলোয়ার প্রায় দেড় লাখ।

সুধীর কোঠারি কয়েকবার শাহরুখের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। ‘জাওয়ান’ সিনেমার বড় অংশের শুটিং করতে এসআরকে বেশ কয়েকদিন চেন্নাইয়ে ছিলেন। এরমধ্যে ২০০ নারীর সঙ্গে একটি অ্যাকশন দৃশ্যে কাজ করেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। তখন ফ্যানক্লাবটির কয়েকজন সদস্য বলিউড বাদশার সঙ্গে আড্ডা দেওয়া ও শুভেচ্ছা জানানোর সুযোগ খুঁজছিলো। দুই ম্যানেজার পূজা দাড়লানি ও করুণা বাড়ওয়ালকে শাহরুখের কাছে এই অনুরোধ পৌঁছে দেওয়ার আবেদন জানান সুধীর কোঠারি। ম্যানেজাররা জানানোর পর শাহরুখ কথা দেন, শুটিং শেষে চেন্নাই ভক্তদের সঙ্গে দেখা করবেন। তিনি কথা রেখেছেন। শুটিং শেষের পর চেন্নাইয়ে ভক্তদের আপ্যায়ন করতে নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছেন।

শাহরুখ খান

শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)

সুধীর কোঠারিকে ফোন করে জানানো হয়, ৮ অক্টোবর ‘জাওয়ান’ সিনেমার চেন্নাই অংশের শুটিং শেষের পর ২০ জন ভক্ত শাহরুখের দেখা পাবেন। কিন্তু এত ভক্তের মধ্য থেকে ২০ জনকে বেছে নেওয়া ছিলো কঠিন। তখন বছরের পর বছর কে কতো সক্রিয় ছিলো সেই ভিত্তিতে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। শাহরুখের নামে ফ্যানক্লাবটি অনেক দাতব্য সেবা, ফ্যান শো ও বিভিন্ন জনহিতকর কাজ করেছে। এসব ক্ষেত্রে সক্রিয় ২০ জনকে বেছে নেওয়া হয়।

৮ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটায় চেন্নাই শহরের উপকণ্ঠে একটি পাঁচতারকা হোটেলে ভক্তদের নিমন্ত্রণ জানান শাহরুখ। তিনি ২০ ভক্তের জন্য দুটি কক্ষ বরাদ্দ করেন এবং তাদের সমস্ত ব্যাপারে যত্ন নিয়েছেন। দুই ওয়েটারসহ একজন ম্যানেজার সার্বক্ষণিক সেবার জন্য ছিলো। ভক্তরা মেন্যু থেকে যেকোনো কিছু অর্ডার করে নেওয়ার সুযোগ পেয়েছে। শাহরুখের বডিগার্ড রবি সিং ও দুই ম্যানেজার পূজা ও করুণা বেশ যত্নআত্তি করেছেন সবার।

শাহরুখ খান

‘জাওয়ান’ সিনেমার ফার্স্ট লুক টিজারে শাহরুখ খান (ছবি: টুইটার)

গত জুনে রেড চিলিস এন্টারটেইনমেন্ট ‘জাওয়ান’ সিনেমার ঘোষণা দেয়। এতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। তার শেয়ার করা এর প্রথম ঝলক ও পোস্টার ভক্তদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর বিনোদনমূলক সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণের অ্যাটলি কুমার।

চেন্নাইয়ে বিজয় সেতুপতি ও নয়নতারার সঙ্গে একমাস শুটিং শেষে গত ৯ অক্টোবর মুম্বাই ফেরেন শাহরুখ। এবার শেষ ধাপে রাজস্থানে ২০ দিন গুরুত্বপূর্ণ অংশের শুটিং করবেন শাহরুখ ও নয়নতারা। তাদের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। নয়নতারা যমজ সন্তানের মা হওয়ায় দিনক্ষণ খুঁজে বের করছেন নির্মাতারা।

শাহরুখ খানের সঙ্গে নয়নতারা

শাহরুখ খানের সঙ্গে নয়নতারা (ছবি: টুইটার)

শোনা যাচ্ছে, ‘জাওয়ান’ সিনেমার স্যাটেলাইট, ওটিটি, সংগীত ও সিনেমা হলের স্বত্ব থেকে ইতোমধ্যে চলে এসেছে ৫০০ কোটি রুপির বেশি! এরমধ্যে নেটফ্লিক্স ১৮০ কোটি রুপিতে ওটিটি এবং ৭০ কোটি রুপিতে স্যাটেলাইট স্বত্ব কিনেছে জিটিভি। গানের স্বত্ব বিক্রি হয়েছে ২৫ কোটি রুপিতে। বাকি টাকা ভারতের ও বিভিন্ন দেশের সিনেমা হলের লভ্যাংশ ভাবা হচ্ছে।

শাহরুখপত্নী গৌরি খান প্রযোজিত ‘জাওয়ান’ পাঁচটি ভাষায় মুক্তি পাবে ২০২৩ সালের ২ জুন। এটি হতে যাচ্ছে শাহরুখের প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা। এতে আরও অভিনয় করছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

শাহরুখ খান

শাহরুখ খান (ছবিঃ ফেসবুক)

বড় পর্দায় শাহরুখের অভিনয় দেখতে মুখিয়ে আছে ভক্তরা। ২০২৩ সালে বিশাল বাজেটের তিন সিনেমা নিয়ে পাঁচ বছর পর রুপালি পর্দায় ফিরবেন তিনি। এরমধ্যে আগামী বছরের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’। এরপর আসবে ‘জাওয়ান’ এবং সবশেষে দর্শকরা দেখতে পারবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাংকি’।

রাজকুমার হিরানি ও শাহরুখ খান

‘ডাংকি’ সিনেমার নাম ঘোষণার ভিডিওতে রাজকুমার হিরানি ও শাহরুখ খান (ছবি: টুইটার)

আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার টিজার প্রকাশ হবে। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। টাইগার হিসেবে অতিথি চরিত্রে থাকছেন সালমান খান।

চলতি বছর ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’, ‘লাল সিং চাড্ডা’ ও ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখকে।

শাহরুখ খান ও আরিয়ান খান

শাহরুখ খান ও আরিয়ান খান (ছবি: টুইটার)

এদিকে সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও পরিবারের প্রতি বরাবরই মনোযোগী শাহরুখ খান। রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ওয়েব সিরিজের মাধ্যমে তার বড় ছেলে আরিয়ান খান চিত্রনাট্যকার হিসেবে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করবেন। পরিচালনায় আসার আগে ফিল্মমেকিংয়ে খুঁটিনাটি সব শিখতে চান তিনি। ছেলেকে শেখানোর জন্য ইসরায়েলি টিভি সিরিজ ‘ফাউদা’র অন্যতম স্রষ্টা লিওর রাজকে দায়িত্ব দিয়েছেন শাহরুখ। তিনি ও আরিয়ানসহ কয়েকজন মিলে ওয়েব সিরিজটি লিখছেন। তাদের মধ্যে আছেন ‘বার্ড অব ব্লাড’ সিরিজের লেখক বিলাল সিদ্দিকি। এখন অভিনয়শিল্পীদের অডিশন চলছে। আগামী ডিসেম্বরে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কমেডি ওয়েব সিরিজটির বিষয়বস্তু কাল্পনিক হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি।

শাহরুখের মেয়ে সুহানা খানও বলিউডে পা রাখা থেকে খুব বেশি দূরে নেই। জোয়া আখতারের পরিচালনায় জনপ্রিয় আর্চিস কমিকস অবলম্বনে নেটফ্লিক্সের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এতে আরও থাকছেন অভিনেতা অমিতাভ বচ্চনের নাতি আগাস্তিয়া নন্দা এবং বনি কাপুর-শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর।

সুহানা খান ও আরিয়ান খান

দুবাইয়ে সুহানা খান ও আরিয়ান খান (ছবি: ইনস্টাগ্রাম)

আরিয়ান ও সুহানাকে এখন বিভিন্ন আয়োজনে দেখা যাচ্ছে। দুবাইয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়েছে ভাইবোন। তাদের সঙ্গে ছিলেন শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক জয় মেহতা (অভিনেত্রী জুহি চাওলার স্বামী)।

সিনেমাওয়ালা প্রচ্ছদ