Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

‘পুষ্পা’র সিক্যুয়েলের ফার্স্টলুক পোস্টার সর্বকালের এই রেকর্ড ভাঙলো

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার ফার্স্টলুক পোস্টার (ছবি: মায়িত্রি মুভি মেকারস)

বক্স অফিসে রাজত্ব করা তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় দর্শকেরা। কিছুদিন আগে প্রকাশিত হয় এর ফার্স্টলুক পোস্টার। এটি সর্বকালের একটি রেকর্ড সৃষ্টি করে ফেলেছে।

ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রামে ‘পুষ্পা: দ্য রুল’-এর ফার্স্টলুক পোস্টারে লাইক পড়েছে ৭০ লাখ। ভারতের প্রথম সিনেমা হিসেবে এই নজির গড়লো এটি। এর আগে দেশটির আর কোনো সিনেমার ফার্স্টলুক পোস্টার এতো বিপুলসংখ্যক লাইক পায়নি।

গত ৮ এপ্রিল দক্ষিণী তারকা আল্লু অর্জুনের জন্মদিনে ফার্স্টলুক পোস্টারটি প্রকাশিত হয়। এতে তাকে শাড়িতে দেখা যায়। হাতে বালা, নাকে রিং। গলায় লেবুর ও ফুলের দুটি মালা। তার মুখের রঙ নীল। সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি ঝড় তোলে।

আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা (ছবি: টুইটার)

পুষ্পা রাজ চরিত্রে আবার অভিনয় করছেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। তার বিপরীতে থাকছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশ্মিকা মান্দানা। ২০২৪ সালে মুক্তি পাবে সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রুল’। এর বাজেট ৫০০ কোটি রুপি।

২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পায় সুকুমার পরিচালিত পুষ্পা: দ্য রাইজ’। এতে দেখা যায়, অন্ধ্রপ্রদেশে লাল চন্দনকাঠের চোরাচালান সিন্ডিকেটে যুক্ত হওয়ার মাধ্যমে কুলি পুষ্পা রাজের উত্থান। ২৫০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি আয় করেছে ৩৭৩ কোটি রুপি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ