Connect with us

মঞ্চ-শিল্প

পূজার তুরঙ্গমীকে দক্ষিণ কোরিয়ার আমন্ত্রণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পূজা সেনগুপ্ত

পূজা সেনগুপ্ত (ছবি: ফেসবুক)

দেইগু কালারফুল ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেলো নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তের নাচের দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। এটি নৃত্য প্যারেডের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক আসর। দক্ষিণ কোরিয়া সরকারের আয়োজনে দেশটির দেইগু শহরে আগামী ৮ জুলাই শুরু হবে এই উৎসব। চলবে ১১ জুলাই পর্যন্ত।

তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্তের দাবি, দেইগু কালারফুল ফেস্টিভ্যালে এবারই প্রথম বাংলাদেশের কোনো নৃত্যদল আমন্ত্রণ পেলো। তিনি উল্লেখ করেছেন, উৎসবটিতে তুরঙ্গমীর অংশগ্রহণের মধ্য দিয়ে কোরিয়ার দর্শকদের কাছে বাংলাদেশের নাচ জনপ্রিয়তা পাবে বলে আমন্ত্রণপত্রে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

আগামী ৫ জুলাই কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে যাত্রা করবে তুরঙ্গমী নৃত্যদল। কোরিওগ্রাফার ও নির্দেশক পূজা সেনগুপ্তের নেতৃত্বে ১০ সদস্যের দলে থাকবেন তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের নৃত্যশিল্পী এবং তুরঙ্গমী স্কুল অব ড্যান্সের শিক্ষার্থীরা।

উৎসবে ১০ মিনিট ব্যাপ্তির ‘পাঁচফোড়ন: দ্য এসেন্স অব বাংলাদেশ’ এবং ৫ মিনিট দৈর্ঘ্যের ‘নন্দিনী: সেভিয়ার অব দ্য ওয়ার্ল্ড’ মঞ্চায়ন করবে তুরঙ্গমী। প্রযোজনা দুটির ভাবনা, নকশা, নৃত্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত।

পূজা সেনগুপ্ত

তুরঙ্গমীর ‘ছিয়ানব্বই ৯৬’ প্রযোজনায় পূজা সেনগুপ্ত ও অন্য নৃত্যশিল্পীরা (ছবি: ফেসবুক)

গত এপ্রিলে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ইউনেস্কো, আইটিআই এবং ফিলিপাইন সরকারের পৃষ্ঠপোষকতায় এসডিজি ইউনেস্কো রেসিলি-আর্ট আর্থসেভিং ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পূজা সেনগুপ্ত।

গতকাল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছিয়ানব্বই ৯৬’ মঞ্চস্থ করেছে তুরঙ্গমী। আজ (২৮ জুন) মাদারীপুরে পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চে এর আরেকটি প্রদর্শনী হবে। আগামীকাল থেকে আবার কোরিয়া উৎসবের মহড়ায় ফিরবেন তুরঙ্গমীর শিল্পীরা।

পূজা সেনগুপ্ত

পূজা সেনগুপ্ত (ছবি: ফেসবুক)

২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে দেশীয় নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তুরঙ্গমী। এরমধ্যে উল্লেখযোগ্য ব্যাংকক ফেস্টিভ্যাল (২০১৪), ভিয়েতনাম আন্তর্জাতিক নৃত্য উৎসব এবং দিল্লি ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল (২০১৭), চীন সিল্ক রোড এক্সপো-ডুঙহুয়াং কনফারেন্স এবং রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ নৃত্য শিক্ষা সম্মেলন (২০১৮), ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জ (২০১৮-২২), প্যারিসে জাতিসংঘের ইউনেস্কো সদর দফতরে পূজা সেনগুপ্তের ভাষণ (২০১৯)।

কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে প্রথম বাংলাদেশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেস্কোর সদস্যপদ লাভ করেন। তুরঙ্গমীর মাধ্যমে তরুণ শিল্পীদের কাজের ক্ষেত্র নির্মাণের জন্য ২০১৮ সালে সম্মানজনক উদ্যোক্তা পুরস্কার ‘নুরুল কাদের সম্মাননা’ পান পূজা সেনগুপ্ত। তিনি এশিয়া প্যাসিফিক পারফর্মিং আর্টস নেটওয়ার্কেরও সদস্য।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিনেমাওয়ালা প্রচ্ছদ