Connect with us

ওটিটি

প্রীতম যখন মসজিদের মুয়াজ্জিন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

প্রীতম হাসান

মসজিদের মুয়াজ্জিন চরিত্রে প্রীতম হাসান (ছবি: চরকি)

গায়ে পাঞ্জাবি। গালভর্তি দাড়ি। গোফ নেই। মাথায় টুপি। কপালে কালো দাগ। মসজিদের মুয়াজ্জিন ভাবলেই এমন একজনের ছবি ভেসে ওঠে। সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান ঠিক এমন রূপে পর্দায় আসছেন। নাজমুল নবীন পরিচালিত ‘আড়াল’-এ মসজিদের মুয়াজ্জিন সিদ্দিক চরিত্রে দেখা যাবে তাকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আজ (২৭ অক্টোবর) রাত ৮টায় মুক্তি পাচ্ছে এটি।

গল্পে দেখা যায়, মনপুরা দ্বীপের স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন সিদ্দিক ভোর রাতে নিজের ঘরের মেঝেতে আবিষ্কার করে এক নারীর মরদেহ। গ্রামে যদি জানাজানি হয় ঘরে মরদেহ তাহলে কী কী হতে পারে সেসব ভেবে হয়রান সিদ্দিক। কিন্তু ঘটনা বাঁক নেয় যখন পুলিশ এই মরদেহ খুঁজে পায় না। এটি হলো আত্ম-উপলব্ধি ও নিজেকে আয়নায় দেখার গল্প।

প্রীতম হাসান

‘আড়াল’-এর দৃশ্যে কাজী নওশাবা আহমেদ ও প্রীতম হাসান (ছবি: চরকি)

মসজিদের মুয়াজ্জিন চরিত্রে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘গতানুগতিক চরিত্র আমার পছন্দ না। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলে বেশ উপভোগ করি। যে কাজটা একবার হয়ে যায় সেটা পুনরাবৃত্তি করার কোনো মানে হয় না। সেক্ষেত্রে আড়াল-এর গল্পটা পুরোপুরি ইউনিক। এতে খুব ভালো ও ভিন্ন কিছু দেখবে দর্শকরা।’

মুয়াজ্জিন চরিত্রের জন্য প্রস্তুতি প্রসঙ্গে প্রীতম হাসান উল্লেখ করেন, নিজের লুক তৈরির জন্য গোফ কেটে ফেলতে হয়েছে। সেই সঙ্গে হাঁটা-চলা, কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ বদলেছেন তিনি। তার কথায়, ‘এসব কাজ আমার জন্য সহজ ছিলো না।’

কাজী নওশাবা আহমেদ

‘আড়াল’-এর দৃশ্যে কাজী নওশাবা আহমেদ (ছবি: চরকি)

পরিচালক নাজমুল নবীন বলেন, ‘আমাদের চারপাশের মনস্তাত্ত্বিক গল্প সাধারণত শহরের প্রেক্ষাপটে ভাবা হয়। কিন্তু এই গল্পটা গ্রামীণ পটভূমিতে সাজিয়েছি। সমাজের যেসব চরিত্র খুব কম দেখানো হয়, চেষ্টা করেছি সেগুলোকে তুলে আনতে। মনপুরার যে এলাকায় শুটিং করেছি সেখানে আগে কখনো শুটিং হয়নি। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি ভালো কিছু নির্মাণের।’

‘আড়াল’-এ আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমন আনোয়ার প্রমুখ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ