Connect with us

টালিউড

ফারুকী-তিশার মেয়ের ছবি ভাইরাল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর সঙ্গে নুসরাত ইমরোজ তিশা

মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর সঙ্গে নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

বাংলাদেশের জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে শীর্ষেই রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী-নুসরাত ইমরোজ তিশার নামটি। ভালোবেসে ২০১০ সালে বিয়ের বন্ধনে জড়ান তারা। এরপর দেখতে দেখতে একসঙ্গে কাটিয়ে দিলেন দাম্পত্যের ১২টি বছর। আজ তাদের ১২তম বিবাহবার্ষিকী।

এবারের বিবাহবার্ষিকীটি একটু বিশেষ ফারুকী ও তিশা দম্পতির জন্য। কারণ এ বছরই তাদের ঘর আলোকিত করে এসেছে প্রথম সন্তান ইলহাম নুসরাত ফারুকী। আর এ বছর নিজের বাবাকে হারিয়েছেন ফারুকী।

এদিকে, গত ৫ জানুয়ারি এই তারকা দম্পতির একমাত্র সন্তানের জন্ম হলেও তার কোন ছবি সেসময় প্রকাশ করেননি ফারুকী-তিশা। যার ফলে ছোট্ট ইলহামের এক ঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন কম বেশি সকলেই।

অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন এই দম্পতি। আর এ জন্য নিজেদের জীবনে বিশেষ দিন অর্থাৎ বিয়ের এক যুগ পূর্তির দিনটিই বেছে নিলেন তারা।

মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী

মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

শনিবার (১৬ জুলাই) তিশা উচ্ছ্বসিত হয়ে ফেসবুকে ইলহামের ছবি প্রকাশ করে লেখেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী।’

একইসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকীও তার ফেসবুকে মেয়ের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘এই বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর হয়ে থাকবে। এই বছরেই আমাদের জীবনে এসেছে ইলহাম। আবার এই বছরেই চলে গেলেন আমার বাবা। আর এই বছরই আমাদের বিয়ের বারো বছর পূর্তি হলো। আমাদের মনের অবস্থাটা কি এটা বোঝানোর মতো যুতসই শব্দ খুঁজতেছিলাম। পাই নাই। কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই বারো বছরের। এই জীবনতো কেবল স্মৃতি জমানোরই খেলা। আশা করি সামনে আরো মধুর-অম্ল সব স্মৃতি জমা হবে আমাদের ভান্ডারে। আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম।আজকের এই দিনে আমরা ওর ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ওর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।’

মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী-নুসরাত ইমরোজ তিশা

মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী-নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

ছোট্ট ইলহামের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

২০১০ সালের ১৬ জুলাই বিয়েবন্ধনে জড়ান ফারুকী-তিশা। এরপর নিজ নিজ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তারা। তিশা পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি প্রযোজকও হয়েছেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ