ঢালিউড
ফারুকের ঠোঁট মেলানো কালজয়ী ৫ গান, বেশিরভাগই নৌকায়
‘মিয়া ভাই’ ফারুকের অনেক কালজয়ী সিনেমায় দর্শকদের মুগ্ধ করেছেন। এরমধ্যে বেশিরভাগের গল্প ছিলো গ্রামীণ পটভূমিতে। এসব সিনেমার অনেক গানের আবেদন নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও সমান। অভিনেতা, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক চিরবিদায় নিলেও কর্মে অমর হয়ে থাকবেন। তার অভিনীত সিনেমার মধ্যে জনপ্রিয় পাঁচটি গানের তালিকা রইলো এখানে। কাকতালীয় হলো, এরমধ্যে তিনটিতেই নৌকায় চড়ে অভিনয় করেছেন তিনি।
ওরে নীল দরিয়া
আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘সারেং বউ’ (১৯৭৮) সিনেমার গান এটি। এতে কদম সারেং চরিত্রে মোহাম্মদ আব্দুল জব্বারের গাওয়া ‘ওরে নীল দরিয়া’য় ঠোঁট মিলিয়েছেন ফারুক। এর কয়েকটি দৃশ্যে নৌকায় চড়তে দেখা যায় তাকে। তার বিপরীতে অভিনয় করেন কবরী। এর কথা লিখেছেন মুকুল চৌধুরী, সুর ও সংগীত পরিচালনায় আলম খান।
সব সখিরে পার করিতে নেব আনা আনা
খান আতাউর রহমান পরিচালিত সাদাকালো সিনেমা ‘সুজন সখি’র (১৯৭৫) গান এটি। এর কথা, সুর ও সংগীত খান আতার। আবদুল আলীমের গাওয়া গানটিতে নৌকা বাইতে বাইতে ঠোঁট মিলিয়েছেন ফারুক। এতে তার বিপরীতে অভিনয় করেন কবরী।
তুমি আমার মনের মাঝি
আব্দুস সামাদ খোকন পরিচালিত ‘ঝিনুকমালা’ (১৯৯২) সিনেমার গান এটি। ‘তুমি আমার মনের মাঝি’ গানে ঠোঁট মিলিয়েছেন ফারুক ও চিত্রনায়িকা নিপা মোনালিসা। এর কয়েকটি দৃশ্যে নৌকায় বসে অভিনয় করতে দেখা যায় তাদের। এটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। এর কথা লিখেছেন মোহাম্মদ আলমগীর কবির, সুর ও সংগীত পরিচালনায় আনোয়ার জাহান নান্টু।
একটাই কথা আছে বাংলাতে
আওকাত হোসেন পরিচালিত ‘বন্ধু আমার’ (১৯৯২) সিনেমার গান এটি। এতে দৃষ্টিহীন চরিত্রে ফারুক এবং তার বন্ধুর ভূমিকায় জাফর ইকবাল ঠোঁট মিলিয়েছেন। তাদের বিপরীতে ছিলেন রোজিনা। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পি লাহিড়ী। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন মুন্না আজিজ। এর কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়।
চোখের জলে আমি
আব্দুস সামাদ খোকন পরিচালিত ‘ঝিনুকমালা’ (১৯৯২) সিনেমার গান এটি। এন্ড্রু কিশোরের গাওয়া ‘চোখের জলে আমি ভেসে চলেছি’ গানে ঠোঁট মিলিয়েছেন ফারুক। এর কথা লিখেছেন মোহাম্মদ আলমগীর কবির, সুর ও সংগীত পরিচালনায় আনোয়ার জাহান নান্টু।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস