Connect with us

মঞ্চ-রেডিও

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে প্রাচ্যনাটের ‘গাজা মনোলগ, বিষণ্ন কমলার দেশ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘দ্য গাজা মনোলগস’-এর পোস্টার (ছবি: প্রাচ্যনাট)

বিশ্ব মানবাধিকার দিবস আজ (১০ ডিসেম্বর)। এই দিনে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাবে ঢাকার প্রাচ্যনাট। ফিলিস্তিনের আশ্তার থিয়েটারের একটি উদ্যোগের সঙ্গে সংহতি জানাতে প্রাচ্যনাট আয়োজন করেছে ‘গাজা মনোলগ, বিষণ্ন কমলার দেশ’। এতে ‘দ্য গাজা মনোলগস’-এর কিছু অংশ পাঠ করা হবে। সেই সঙ্গে সংযুক্ত থাকবে ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘দ্য ল্যান্ড অব স্যাড অরেঞ্জেস’ থেকে অনূদিত কিছু অংশ।

ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবসে বিশ্বব্যাপী মঞ্চ নাট্যকর্মীদের ‘দ্য গাজা মনোলগস’ থেকে পাঠ অথবা অভিনয় করার আহ্বান জানিয়েছে আশ্তার থিয়েটার। এটি হলো ২০০৮-০৯ সালে সংঘটিত ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে গাজা উপত্যকার ধ্বংসযজ্ঞ ও সেখানকার অধিবাসীদের ট্রমাটিক অভিজ্ঞতা বর্ণনা করে তৎকালীন ফিলিস্তিনি কিশোর-কিশোরীদের লেখা স্বাগত বক্তব্যের একটি সংকলন। ২০২৩ সালে এসেও তাদের বর্ণনায় উঠে আসা যন্ত্রণা ও আর্তনাদের সঙ্গে গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির কোনো অমিল পাওয়া যায় না।

‘গাজা মনোলগ, বিষণ্ন কমলার দেশ’-এর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। তিনি বলেন, ‘আসুন, আমরা গাজার ভাগ্যাহত মানুষগুলোর সঙ্গে থাকি। আসুন, আমরা যুদ্ধের বিপরীতে থাকি।’

আজ (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার বনানীতে এশিয়াটিক সেন্টারের বাতিঘর আর্ট স্পেসে রয়েছে ‘গাজা মনোলগ, বিষণ্ন কমলার দেশ’। সার্বিক সহযোগিতায় থাকছে মঙ্গলদীপ ফাউন্ডেশন।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিনেমাওয়ালা প্রচ্ছদ