Connect with us

ছবি ও কথা

‘ফেরারি’ দেখতে ভেনিসে জ্যাকলিন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। তার সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা। ইতালির ভেনিস শহরের মনোরম পরিবেশে দারুণ সময় কেটেছে তার। উৎসবের আমেজে তোলা নিজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৩৮ বছর বয়সী এই নায়িকা।

মালয়েশিয়ার ব্র্যান্ড দ্য অ্যাটেলিয়ার স্টুডিওর মিনি গাউনে ঝলমলে লেগেছে তাকে। এর সঙ্গে ছিলো সাদা রঙের লম্বা কোট। এটি ডিজাইন করেছেন জিমি চু। নায়িকার কানে ইতালিয়ান ব্র্যান্ড দামিয়ানির সোনার দুল এবং পায়ে ইতালির সান্তোনি ব্র্যান্ডের রুপালি হিল। তার স্টাইলিস্ট নমিতা আলেকজান্ডার সোশ্যাল মিডিয়ায় এসব তথ্য জানিয়েছেন।

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় ইতালিয়ান শব্দ ‘চাও’ লিখেছেন জ্যাকলিন। এর অর্থ হ্যালো। ফেরারি গাড়ির প্রতিষ্ঠাতা এনজো ফেরারির বায়োপিক ‘ফেরারি’র অন্যতম দুই প্রযোজক আন্দ্রেয়া ইয়েরভলিনো ও মনিকা বাকার্দিকে অভিনন্দন জানান তিনি। তাদের প্রযোজনায় ২০২২ সালে সাতটি সংকলিত সিনেমা ‘টেল ইট লাইক অ্যা ওম্যান’-এ অভিনয় করেন জ্যাকলিন। ৯৫তম অস্কারে সেরা মৌলিক গান শাখায় মনোনীত হয় এতে ব্যবহৃত ‘অ্যাপ্লজ’।

ভেনিসের ঐতিহ্যবাহী নৌযানে ভ্রমণ উপভোগ করেছেন জ্যাকলিন।

জ্যাকলিনের ছবিগুলো দেখে অনেক ভক্ত তার ঝলমলে রূপের প্রশংসা করেছেন।

জ্যাকলিনের প্রাণখোলা হাসি যেন খুশি ছড়িয়ে দিয়েছে!

ভেনিসের নয়নাভিরাম আবহে জ্যাকলিনের সৌন্দর্যে চোখ আটকেছে অনেকের।

শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন যেকোনো পোশাকেই আলোকচিত্রীদের সামনে মোহনীয়ভাবে ধরা দেন।

চোখধাঁধানো ঝলমলে ও চকচকে ফ্যাশন চর্চার জন্য জ্যাকলিনের আলাদা সুনাম আছে।

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে দ্বিতীয় দিন জেমি মালুফ ব্র্যান্ডের হাতাহীন কালো ঝিকিমিকি নেট স্কার্ট সংবলিত লেসের গাউন পরেছেন জ্যাকলিন। এর দাম ৩ লাখ ৩ হাজার ১২৪ রুপি।

জ্যাকলিনের চোখে বুলগারির সানগ্লাস। চুলে ইতালিয়ান ব্র্যান্ড ফেরাগামোরের ব্যান্ড।

জ্যাকলিনের হাতে ডিওরের ব্যাগ। কালো জুতা জোড়া ইতালিয়ান ব্র্যান্ড সান্তোনির। কানে হীরাখচিত দুল। আঙুলে হীরার আংটি।

ইতালিয়ান প্যাভিলিয়নে প্যানেল আলোচনায় ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে অতিথি হিসেবে অংশ নেন জ্যাকলিন। এর বিষয়বস্তু ছিলো ‘ডিজিটাল মিডিয়ার যুগে নতুন ধারা, নতুন লাইফস্টাইল ও সিনেমা’।

জ্যাকলিন সংবাদমাধ্যমকে বলেন, ‘ইতালিয়ান প্যাভিলিয়নে প্যানেল আলোচনায় অংশ নিতে পেরে আমি অভিভূত। সিনেমা, লাইফস্টাইল ও ডিজিটাল যুগের সংমিশ্রণে সম্পৃক্ত হওয়ার একটি চমৎকার সুযোগ পেয়েছি। আমি বিশ্বাস করি, বর্তমান বিশ্বে প্রত্যেকেরই নিজ নিজ গল্প ধারণের সামর্থ্য আছে। প্রযুক্তি কীভাবে এই সক্ষমতা বাড়িয়েছে সেই প্রসঙ্গে নিজের চিন্তাভাবনা তুলে ধরতে পেরে আমি সম্মানিত।’

ভেনিসে সিনেমার জাদু উদযাপনের সুযোগ দেওয়ায় ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন জ্যাকলিন। সোশ্যাল মিডিয়ায় আরেকটি পোস্টে তিনি আরো উল্লেখ করেন উৎসবে স্মরণীয় দিন কেটেছে তার।

ভেনিসে গোলাপি গোলাপের সুবাসে জ্যাকলিন।

ভেনিসে রেস্তোরাঁয় বসে জিভে জল এনে দেওয়া পিৎজা-পাস্তার স্বাদ নিতে ভোলেননি জ্যাকলিন। এর সঙ্গে ছিলো টোস্ট ব্রেড ও হরেক রকম পানীয়।

ইতালির ঐতিহ্যবাহী খাবার উপভোগের ফাঁকে জ্যাকলিনের আনন্দ।

রৌদ্রজ্জ্বল দিনে শীতল আমেজ পেতে আইসক্রিমের মেন্যু দেখে পছন্দেরটি বেছে নেন জ্যাকলিন।

২০০৯ সালে সুজয় ঘোষের ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জ্যাকলিনের। এতে তার সহশিল্পী ছিলেন অমিতাভ বচ্চন ও রিতেশ দেশমুখ। তার ব্যবসাসফল সিনেমার তালিকায় আছে ‘মার্ডার টু’ (২০১১), ‘হাউসফুল টু’ (২০১২), ‘রেস টু’ (২০১৩), ‘কিক’ (২০১৪), ‘হাউসফুল থ্রি’ (২০১৬) ও ‘জড়ুয়া টু’ (২০১৭)।

ছয় বছর ধরে কোনো হিট সিনেমা দিতে পারেননি জ্যাকলিন। ‘রেস থ্রি’ (২০১৮), ‘ভূত পুলিশ’ (২০২১), ‘বচ্চন পাণ্ডে’, ‘অ্যাটাক’, ‘রাম সেতু’ ও ‘সার্কাস’ (২০২২) বক্স অফিসে সাফল্য পায়নি। এর বাইরে ‘ড্রাইভ’ (২০১৯) ও ‘মিসেস সিরিয়াল কিলার’ (২০২২) সরাসরি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।

জ্যাকলিনকে সর্বশেষ অক্ষয় কুমার ও ইমরান হাশমির ‘সেলফি’ সিনেমায় ‘দিওয়ানে’ গানে দেখা গেছে। এখন তার হাতে আছে সনু সুদের বিপরীতে ‘ফাতেহ’। সম্প্রতি ‘ক্র্যাক’ নামের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ