বলিউড
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
ভৌতিক কমেডি ধাঁচের সিনেমা ‘ফোনভূত’-এ বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ প্রথমবার ভূতের চরিত্রে অভিনয় করলেন। এর কয়েকটি দৃশ্যে রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ট্রল করা হয়েছে বলে দাবি নেটিজেনদের! তারা এ ঘটনাকে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে ক্যাটরিনার মধুর প্রতিশোধ হিসেবে দেখছেন।
‘ফোনভূত’-এর বেশ কয়েকটি দৃশ্যের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’র সম্পর্ক খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এক্ষেত্রে তারা বেশি উল্লেখ করেছেন, গুগল ম্যাপে ভিলেনের অবস্থান খুঁজে বের করা। আরেক দৃশ্যে তারা ‘অস্ত্র’র ‘বাটন’ থাকার বিষয়টি সামনে এনেছেন। ‘ব্রহ্মাস্ত্র’তে ঠিক একইরকম কাহিনি ও সংলাপ রয়েছে। তাই নেটিজেনদের ধারণা, ‘ফোনভূত’ সেসব দৃশ্যে অনুপ্রাণিত।
একজন লিখেছেন, ‘ফোনভূত’ সিনেমার নায়করা শত্রুর গোপন আস্তানায় গিয়ে বলে, ‘আত্মারামের জায়গা খুঁজে পাবো কিভাবে, সেটা তো গুগল ম্যাপেও নেই।’ এরপর শত্রুর হাতিয়ার বাগিয়ে নিয়ে তারা বলে, ‘অস্ত্র যেহেতু আছে, বাটনও নিশ্চয়ই আছে।’
‘ব্রহ্মাস্ত্র’তে দেখা গেছে, গুরুজির (অমিতাভ বচ্চন) লুকিয়ে থাকার জায়গা আছে। কিন্তু গুগল ম্যাপে সেটি খুঁজে বের করা যায়! এছাড়া একটি সংলাপে আলিয়াকে ‘অগ্নি অস্ত্র বাটন’ হিসেবে উল্লেখ করেন রণবীর।
‘ব্রহ্মাস্ত্র’তে ‘অগ্নিপথ’ (২০১২) সিনেমায় ক্যাটরিনা কাইফ অভিনীত ‘চিকনি চামেলি’ গান নিয়ে মজা করেছেন রণবীর-আলিয়া। এ কারণে ‘অস্ত্র বাটন’ সংলাপের দৃশ্যটি রেখে পরোক্ষভাবে প্রাক্তন প্রেমিককে তিরস্কার করেছেন ক্যাটরিনা।
অনেকে এটাও উল্লেখ করেছেন, ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর প্রতিশোধ হিসেবে পুনরাং ডাবিংয়ের মাধ্যমে ‘ফোনভূত’ সিনেমায় এগুলো যুক্ত করা হয়েছে। কারণ ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগেই ‘ফোনভূত’-এর কাজ শেষ হয়ে যাওয়ার কথা।
গুরমিত সিং পরিচালিত ‘ফোনভূত’ সিনেমায় আরও অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদি ও ঈশান খাট্টার। গত ৪ নভেম্বর মুক্তি পেয়েছে এটি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
-
ওটিটি2 years ago
সঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজে যৌনকর্মী চরিত্রে ছয় নায়িকা