Connect with us

ঢালিউড

বড় পর্দায় মেহজাবীনের অভিষেক, প্রথম সিনেমা ‘সাবা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘সাবা’ সিনেমার পোস্টারে মেহজাবীন চৌধুরী (ছবি: ফিউশন পিকচার্স)

ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিষেক হলো সিনেমায়। বড় পর্দায় মুক্তি পাবে তার প্রথম সিনেমা ‘সাবা’। এর অফিসিয়াল পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায়ের খবর জানিয়েছেন তিনি। এজন্য বেশ উচ্ছ্বসিত এই তারকা।

আজ (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিনেমায় অভিষেকের খবর জানানোর কারণ আছে। তিনি লিখেছেন, ‘ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিলো। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য সিনেমায় আমার অভিষেক হতে যাচ্ছে চলতি বছরেই।’

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

মেহজাবীন জানিয়েছেন, ২০২৩ সালের শুরুতেই সিনেমাটির কাজ সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন।

‘সাবা’ অর্থ সকাল, সকালের মৃদু বাতাস। তাই মেহজাবীনের আশা, ‘আমার সিনেমা জীবনের সকালটিকে সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।’

মেহজাবীন চৌধুরী আজ (৪ নভেম্বর) ছয়টি স্থিরচিত্র শেয়ার দিয়ে হাসির ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘শেষ ছবিটা আমার আসল চেহারা।’

‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। এতে আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।

মেহজাবীন চৌধুরী (ছবি: এম এইচ বিপু)

শুধু অভিনয় নয়, ‘সাবা’ সিনেমাটি প্রযোজনা করেছেন মেহজাবীন। প্রযোজকের তালিকায় তার পাশাপাশি আছেন আরিফুর রহমান, তামিম আব্দুল মজিদ, ত্রিলোরা খান, মাকসুদ হোসেন ও বরকত হোসেন পলাশ। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। আবহ সংগীতে আম্মান আব্বাসি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ