ওয়ার্ল্ড সিনেমা
বড় পর্দায় সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও তার স্ত্রী
একসময় বাইশ গজে আগুন ঝরানো বোলিংয়ে ব্যাটারদের কাঁপন ধরিয়ে দিতেন বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম। ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার অভিনয়ে অভিষেক হচ্ছে সর্বকালের অন্যতম সেরা এই বোলারের।
‘মানি ব্যাক গ্যারান্টি’ নামের নতুন একটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ওয়াসিম আকরামকে। পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে ভিন্ন একটি অঙ্গনে দেখে দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী প্রযোজক শায়ান খান। এটি মুক্তি পাবে আগামী ২১ এপ্রিল।
রাজনৈতিক স্যাটায়ারধর্মী সিনেমাটি পরিচালনা করবেন ফয়সাল কুরেশি। তার লেখা গল্পে দেখা যাবে, বিভিন্ন জাতীয়তার সাতজন ব্যক্তি একটি ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করে। কারণ সরকার তাদের অধিকার ও অর্থ কেড়ে নিয়েছে।
ওয়াসিম আকরাম শীর্ষস্থানীয় একটি ব্যাংকের সভাপতির ভূমিকায় অভিনয় করবেন। লোকটিকে দেখতে উদাসীন মনে হলেও যেকোনো উপায়ে নিজের অবস্থান ধরে রাখতে নির্বাচনে জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
চমকপ্রদ ব্যাপার হলো, ‘মানি ব্যাক গ্যারান্টি’তে ওয়াসিম আকরামের স্ত্রী শানিয়েরা আকরাম অতিথি শিল্পী হিসেবে থাকছেন। তার চরিত্রের নাম বেলা। মেয়েটি একটি ম্যাগাজিনের সাংবাদিক। সত্যি ঘটনা বের করে আনতে মনোযোগী তিনি।
শানিয়েরা আকরাম একজন অস্ট্রেলিয়ান সমাজকর্মী। তিনি পাকিস্তানে বসবাস করেন। ২১ বছর বয়সে বুটিকস হাউস শুরু করেন তিনি। পরে জনসংযোগ ও ইভেন্ট ব্যবস্থাপনায় নিয়োজিত করেন নিজেকে। অস্ট্রেলিয়ায় ফ্যাশন শো, দোকান ও রেস্তোরাঁ উদ্বোধন, পণ্য উন্মোচনসহ বড় পরিসরের আয়োজনে অংশ নিয়েছেন তিনি।
‘মানি ব্যাক গ্যারান্টি’ নিয়ে সিনেমাপ্রেমীরা বেশ উচ্ছ্বসিত। ওয়াসিম ও শানিয়েরা দম্পতির জন্যই শুধু নয়, এর মাধ্যমে বড় পর্দায় ফিরবেন পাকিস্তানি তারকা ফাওয়াদ খান। তার অভিনীত ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ গত বছর অসাধারণ সাফল্য পেয়ে পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস