সিনেমা হল
বড় পর্দায় বাংলাদেশসহ বিশ্বব্যাপী একই দিনে ‘ডুন: পার্ট টু’
বিজ্ঞান কল্পকাহিনি নির্ভর মহাকাব্যিক সিনেমা ‘ডুন’ ২০২১ সালে বিশ্বব্যাপী বক্স অফিসে সাড়া জাগায়। পাশাপাশি ছয়টি শাখায় অস্কার জিতে নেয়। এর সিক্যুয়েল দেখতে দর্শকদের কৌতুহল তুঙ্গে। সেই অপেক্ষার অবসান ঘটছে। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় আগামী ১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘ডুন: পার্ট টু’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এই সিনেমা।
নতুন সিনেমাতে পল আট্রাইডস চরিত্রে অভিনয় করেছেন যথারীতি টিমোথি শালামে। হাউস হারকোনেনের বিরুদ্ধে যুদ্ধ করতে আরাকিস মরুভূমির ফ্রেমেন সম্প্রদায়ের সঙ্গে জোট বাঁধে পল।
১৯৬৫ সালে প্রকাশিত আমেরিকান কথাসাহিত্যিক ফ্রাঙ্ক হার্বার্টের দুই খণ্ডের উপন্যাস ‘ডুন’-এর দ্বিতীয় খণ্ড অবলম্বনে তৈরি হয়েছে এবারের পর্ব। আগেরটির মতো এটিও পরিচালনা করেছেন ডেনি ভিলন্যুভ।
আগের পর্বে অভিনয় করা জেন্ডায়া, রেবেকা ফার্গুসন, জশ ব্রোলিন, স্টেলান স্কার্শগর্ড, ডেভ বাউতিস্তা, শার্লট র্যাম্পলিং ও হাভিয়ের বারডেম ফিরেছেন। নতুন যুক্ত হয়েছেন লেয়া সেদ্যু, অস্টিন বাটলার, ফ্লোরেন্স পিউ, আনিয়া টেলর-জয়, ক্রিস্টোফার ওয়াকেন ও সোহেলা ইয়াকুব।
ভবিষ্যৎ মহাবিশ্বের প্রেক্ষাপটে ‘ডুন’-এর গল্প ঘুরপাক খেয়েছে আরাকিস নামের গ্রহ ও এর মূল্যবান খনিজ ঘিরে। গল্পের মূল চরিত্র পল আট্রাইডসের জন্ম এমন কিছু ক্ষমতা ও আশীর্বাদ নিয়ে, যা তার নিজেরই অজানা! মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গ্রহে পরিবার ও নিজের লোকদের রক্ষায় লড়তে হয় তাকে। ভয়কে জয় করে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে সে। মূল্যবান একটি পদার্থের একমাত্র উৎস বিপজ্জনক মরুগ্রহ আরাকিসের দায়িত্ব গ্রহণ করে পলের বাবা লেটো। এই খনিজ মানবজীবনকে দীর্ঘায়িত করে ও চিন্তাশক্তির স্তরকে প্রসারিত করে।
লেটো যদিও জানতেন, এই সুযোগ তার শত্রু হারকোনেনের তৈরি একটি ফাঁদ। তবুও উত্তরাধিকারী ছোট ছেলে ও আরাকিসের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা ডুন হিসেবে পরিচিত পল ও পলের দৈব মা ও লেটোর উপপত্নী লেডি জেসিকাকে সঙ্গে নিয়ে যায়। লেটো সেই মূল্যবান পদার্থের খনির নিয়ন্ত্রণ গ্রহণ করে, যাতে দৈত্য স্যান্ডওয়ার্মের উপস্থিতিতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে বৈরী মরুগ্রহের বাসিন্দা ফ্রেমেনদের জন্য পল আবির্ভূত হয় ত্রাণকর্তা রূপে। এবারের সিনেমায় পল আট্রাইডসকে তার যাত্রা চালিয়ে যেতে দেখা যাবে। চানি এবং ফ্রেমেনের সঙ্গে একত্রিত হয়ে ষড়যন্ত্রকারীদের ওপর প্রতিশোধ নিতে চায় সে, যারা তার পরিবারকে ধ্বংস করেছিল। সেই সঙ্গে একটি ভয়ানক ভবিষ্যতের সামনে বাধা হয়ে দাঁড়ায় পল।
২০১৬ সালে প্রযোজনা প্রতিষ্ঠান লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট ‘ডুন’ উপন্যাসের স্বত্ব কিনে দুই খণ্ডের সিনেমা তৈরির পরিকল্পনা করে। ২০১৭ সালে ডেনি ভিলন্যুভকে দুটোই পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ১৬ কোটি ৫০ লাখ বাজেটে বানানো প্রথম পর্ব আয় করে ৪৩ কোটি ৪৮ লাখ ডলার।
এমন সাফল্যের পর ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স এবং লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট ২০২১ সালের অক্টোবরে দ্বিতীয় পর্ব নির্মাণের কাজ শুরু করে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হাঙ্গেরির বুদাপেস্ট, জর্ডান, ইতালি ও আবুধাবিতে সিনেমাটির মূল চিত্রগ্রহণ সম্পন্ন হয়। ১৯ কোটি ডলার বাজেটে নির্মিত ‘ডুন: পার্ট টু’র দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৭ মিনিট।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস