Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

বন্যার্তদের সহায়তায় টানা চার ঘণ্টায় ১৫ শর্টফিল্ম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জীবন সংগ্রামের ছবি’ শীর্ষক শর্টফিল্ম প্রদর্শনীর পোস্টার (ছবি: ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি)

বন্যার্তদের সহায়তায় ‘জীবন সংগ্রামের ছবি’ শীর্ষক ১৫টি শর্টফিল্ম প্রদর্শনীর আয়োজন করেছে ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে এগুলো উপভোগ করা যাবে। দর্শকদের অনুদানের অর্থ বানভাসিদের দেওয়া হবে। 

আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে টানা চার ঘণ্টা শর্টফিল্মের প্রদর্শনী হবে। প্রথম সেশনে থাকছে ইভান মনোয়ার পরিচালিত ‘দ্য সাউন্ড ইজ লাউড’ (উদ্বোধনী প্রদর্শনী, ৩ মিনিট), ফুয়াদ নাসেরের ‘হাওয়ার টানে’ (৬ মিনিট ২০ সেকেন্ড), গোলাম রাব্বানীর ‘আনটাং’ (উদ্বোধনী প্রদর্শনী, ১৩ মিনিট ৫০ সেকেন্ডে), এ কে এম জাকারিয়ার ‘ইতি ছালমা’ (৪ মিনিট ২৫ সেকেন্ড), মাশরুর পারভেজের ‘ইউর আইস’ (৮ মিটি), কামরুল আহসান লেনিনের ‘ঘরে ফেরা’ (৩০ মিনিট)।

‘জীবন সংগ্রামের ছবি’ শীর্ষক প্রদর্শনীতে থাকা শর্টফিল্ম (ছবি: ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি)

দ্বিতীয় সেশনে দেখানো হবে চৈতালি সমাদ্দারের ‘লাইক অ্যা মুভি’ (৫ মিনিট), আরিফুর রহমানের ‘রোকাইয়া’ (১১ মিনিট), অপরাজিতা সংগীতার ‘ছাড়পত্র’ (২১ মিনিট), এম এম জাহিদুর রহমানের ‘ওমর ফারুকের মা’ (৩১ মিনিট)।

তৃতীয় সেশনে থাকছে লিটন কর পরিচালিত ‘আই সি ইউ’ (১১ মিনিট), রাকায়েত রাব্বীর ‘হাওয়াই মিঠাই’ (১৪ মিনিট), এন রাশেদ চৌধুরীর ‘বিস্মরণের নদী’ (৩৫ মিনিট)।

চতুর্থ ও শেষ পর্বে রয়েছে আমিনুর রহমানের ‘কমলাপুরাণ’ (৪৩ মিনিট), মোল্লা সাগর পরিচালিত ‘সাইরেন’ (২০ মিনিট)।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ