Connect with us

বলিউড

বলিউডে আমাকে কোণঠাসা করে দেওয়া হচ্ছিলো: প্রিয়াঙ্কা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউডের গণ্ডি পেরিয়ে প্রতিভার জোরে হলিউডে গত কয়েক বছরে ধীরে ধীরে জায়গা গড়ে নিয়েছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক অঙ্গনে এখন আলাদাভাবে উচ্চারিত হচ্ছে তার নাম। ‘ইন মাই সিটি’ এবং ‘এক্সোটিক’ গান দুটি গাওয়ার পর ২০১৫ সালে এবিসি টেলিভিশনের জনপ্রিয় ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে বড় সুযোগ পাওয়ায় আর পেছনে ফিরতে হয়নি তাকে। তিনি হয়ে উঠেছেন বৈশ্বিক তারকা।

নিজেকে আমেরিকায় সরিয়ে নেওয়ার বিষয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। ৪০ বছর বয়সী এই তারকার দাবি, বলিউডের কিছু ব্যক্তির অসন্তোষের কারণে হিন্দি সিনেমায় কাজের প্রস্তাব পাচ্ছিলেন না তিনি। তাই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয়েছে তাকে।

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)

আমেরিকান অভিনেতা ড্যাক্স শেফার্ডের পডকাস্ট ‘আর্মচেয়ার এক্সপার্ট’-এ প্রিয়াঙ্কা বলেন, ‘বলিউডে আমাকে কোণঠাসা করে দেওয়া হচ্ছিল। পরিচিতজনেরাই আমাকে সিনেমায় নিচ্ছিলো না, কারণ আমার ওপর কিছু মানুষের অসন্তোষ ছিলো। সেই জটিল খেলায় আমি পারদর্শী নই। এ ধরনের রাজনীতিতে একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখন মনে হয়েছে, এবার আমার বিরতি দরকার।’

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)

প্রিয়াঙ্কা উল্লেখ করেন, নিজের ম্যানেজার আঞ্জুলা আচারিয়ার দক্ষতায় বিরতি নেওয়াটা তার জন্য সম্ভব হয়েছে। প্রিয়াঙ্কাকে একটি মিউজিক ভিডিওতে দেখে তিনি জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্রে সংগীতে ক্যারিয়ার গড়তে চান কিনা।

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)

প্রিয়াঙ্কা বলেন, ‘গান আমাকে বিশ্বের অন্য একটি অংশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তা না হলে যেসব সিনেমার প্রতি আমার আগ্রহ নেই সেগুলো হাতে পেতে আমাকে নির্দিষ্ট ক্লাবে গিয়ে কিছু মানুষকে তোষামোদ এবং সুনজরের জন্য ভান করতে হতো। কিন্তু ততোদিনে অনেক কাজ করে ফেলেছি। তাই আমার মনে হয়নি, এভাবে কাজ পেতেই হবে।’

এর আগে ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার ‘দ্য রণবীর শো’তে প্রিয়াঙ্কা বলিউডের কিছু ব্যক্তি তার ক্যারিয়ারকে বিপদের মুখে ফেলতে চেয়েছিলো বলে মন্তব্য করেন। তখন তিনি বলেন, ‘এমন কিছু মানুষ আছে যারা আমার ক্যারিয়ারকে বিপদগ্রস্ত করতে চেয়েছে, আমাকে কাজ থেকে দূরে সরিয়ে দিতে অপচেষ্টা করেছে। আমি যেভাবে কাজ করেছি, শুধু দক্ষতার জন্য যেন সেভাবে আর কাজ না পাই সেজন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছে।’

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউডে কোণঠাসা হয়ে দূরে সরে যাওয়া নিয়ে প্রিয়াঙ্কার বিস্ফোরক মন্তব্যের পর কয়েকজন তারকা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তার ক্যারিয়ার নষ্টের জন্য প্রযোজক করণ জোহরকে অভিযুক্ত করেছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। তার মন্তব্য, শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার কথিত ‘বন্ধুত্বের’ কারণে করণ জোহরের ঘনিষ্ঠজনেরা জোট বেঁধে তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছিলো। তার হাতে যেন কাজ না যায় সেজন্য যারপরনাই চেষ্টা চালিয়ে তাকে কোণঠাসা করে তাড়িয়ে দিয়েছে তারা।

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)

টুইটারে কঙ্গনা বলেন, ‘একজন স্বনির্ভর নারীকে অপদস্ত করে ভারত ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। সবাই জানে প্রিয়াঙ্কা চোপড়াকে নিষিদ্ধ করেন করণ জোহর। তাদের দ্বৈরথের বিষয়ে গণমাধ্যমে অনেক লেখালেখি হয়েছিলো। একের পর এক হয়রানি সহ্য করতে না পরে একপর্যায়ে ভারত ছাড়তে হয়েছে তাকে। এমন ঘৃণ্য, ঈর্ষান্বিত, নিকৃষ্ট ও বিষাক্ত ব্যক্তিকে ফিল্ম ইন্ডাস্ট্রির সংস্কৃতি ও পরিবেশ নষ্টের জন্য দায়ী করা উচিত। এ ধরনের হয়রানির জন্য তার দলবল ও মাফিয়া পিআরের বিরুদ্ধে অভিযান চালানো উচিত এবং জবাবদিহি করা উচিত।’

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)

কঙ্গনার মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাকে সমর্থন দিয়েছেন। আবার কেউ জানিয়েছেন, করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের প্রতিটি মৌসুমে অতিথি হয়েছেন প্রিয়াঙ্কা। সর্বশেষ ২০২২ সালে তারা একসঙ্গে শুটিং করেন। তখন আমেরিকায় মেয়ে মালতি ম্যারিকে নিয়ে দারুণ সময় কাটছিলো তার।

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড নিয়ে প্রিয়াঙ্কার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কঙ্গনা রনৌতের পর ‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রিয়াঙ্কার প্রশংসা করে তাকে সত্যিকারের তারকা আখ্যা দিয়েছেন তিনি। ৪৯ বছর বয়সী এই নির্মাতার মন্তব্য, ‘রাঘববোয়ালরা তাণ্ডব চালালে কেউ হাঁটু গেড়ে বসে পড়ে, কেউ আত্মসমর্পণ করে, কেউ হাল ছেড়ে দেয়, কেউ মাদকসেবন করে, কেউ কেউ প্রাণও হারায়। এমন গোষ্ঠীর বিরুদ্ধে অসম্ভব জয় পাওয়ার জন্য খুব কম মানুষ লড়াই করে এবং নিজেদের মতো সফল পৃথিবী গড়ে তুলতে পারে। তারাই সত্যিকারের তারকা।’

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)

কঙ্গনা ও বিবেক অগ্নিহোত্রীর তালিকায় পরে নাম লিখিয়েছেন সংগীতশিল্পী আমাল মালিক। প্রিয়াঙ্কাকে অসাধারণ একজন নারী মনে করেন তিনি। ৩২ বছর বয়সী এই গায়ক-সুরকার বলেন, ‘ভক্তরা যখন প্রশ্ন করে, আমি কেন বলিউডে বেশি কাজ করি না? তারা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন। বলিউডের দলবাজি, মেরুদণ্ডহীন আচরণ এবং ক্ষমতার খেলার সত্য দিক বারবার বেরিয়ে আসা দরকার।’

এদিকে প্রিয়াঙ্কার বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ওয়েব সিরিজ ‘সিটাডেল’ মুক্তি পাবে আগামী ২৮ এপ্রিল। এতে তার বিপরীতে আছেন ব্রিটিশ তারকা রিচার্ড ম্যাডেন। অ্যামাজন প্রাইম ভিডিওর এই ব্যয়বহুল সিরিজের নির্বাহী প্রযোজক রুশো ভ্রাতৃদ্বয়।

প্রিয়াঙ্কার হাতে আরো আছে জেমস সি. স্ট্রাউস পরিচালিত ‘লাভ অ্যাগেইন’। এতে তার সহশিল্পী আমেরিকান গায়িকা সেলিন ডিওন, ব্রিটিশ অভিনেতা স্যাম হিউয়েন। এছাড়া অতিথি চরিত্রে আছেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস।

সম্প্রতি অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেসের অভিনয়শিল্পী শাখার নির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন প্রিয়াঙ্কা। অস্কারের সদস্যপদ শুধু গভর্নর বোর্ডের আমন্ত্রণের ওপর নির্ভর করে। অস্কারের প্রতিযোগিতামূলক শাখায় মনোনয়ন পেলে অ্যাকাডেমির সদস্যপদ পাওয়ার যোগ্যতা অর্জন করা যায়। অভিনেত্রী, প্রযোজক, উদ্যোক্তা ও লেখক প্রিয়াঙ্কা ‘হোয়াইট টাইগার’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজনা করেছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম পারপল পেবল পিকচার্স।

সিনেমাওয়ালা প্রচ্ছদ