Connect with us

টেলিভিশন

বাংলাদেশের খুশির দিন, গর্বের দিন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সুবর্ণা মোস্তফা, চঞ্চল চৌধুরী, পদ্মা সেতু, স্ত্রীর সঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব ও তৌসিফ মাহবুব

সুবর্ণা মোস্তফা, চঞ্চল চৌধুরী, পদ্মা সেতু, স্ত্রীর সঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব ও তৌসিফ মাহবুব (ছবি: ফেসবুক)

স্বপ্নের পদ্মা সেতু এখন সত্যি। আজ (২৫ জুন) সকালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সারাদেশের মানুষ আনন্দিত। আবেগ ছুঁয়ে গেছে তারকাদের। সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব পদ্মা সেতুতে স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। কণ্ঠশিল্পী আঁখি আলমগীর পদ্মা সেতুর সামনে তোলা একটি ছবি ফেসবুকের প্রোফাইল পিকচার করেছেন।

সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘এই আনন্দ অনির্ণেয়। শব্দে আসে না। এই আবেগ তাৎক্ষণিক হৈ-হুল্লোড় নয়। যে মানুষগুলো পদ্মার ওপার থেকে এসেছেন তারাই এই অনুরণন উপলব্ধি করবেন। জীবনযাত্রা সহজ হলো, সরলপূর্ণ হলো। আহ! বাড়ি যাবো ইচ্ছে হলেই…’

কণ্ঠশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘পদ্মা সেতুর আলোয় আলোকিত হোক দক্ষিণের সব জনপদ। আলোকিত হোক বাংলাদেশ। দক্ষিনের মানুষের লাইফলাইন হয়ে উঠুক পদ্মা সেতু।’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আজ বাংলাদেশের খুশির দিন, গর্বের দিন।’

অভিনেতা সজল নূরের কাছে, ‘স্বপ্নের পদ্মা সেতু আমাদের গর্ব, আমাদের সাহস।’

সুবর্ণা মোস্তফার অনুভূতিতে, ‘ইতিহাসের সাক্ষী হলাম আজ। জয় বাংলা।’

ছোট পর্দার এ প্রজন্মের অভিনেত্রী সারিকা সাবাহ লিখেছেন, ‘ঐতিহাসিক আয়োজনের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। অভিনন্দন বাংলাদেশ।’

তৌসিফ মাহবুব মনে করেন, ‘পদ্মা সেতু আমাদের সবার জন্য অমূল্য সম্পদ।’

সংগীতশিল্পী প্রীতম হাসানের চোখে, ‘আমি এমন একটি সেতু দেখছি, যা লাখ লাখ মানুষের জীবনকে বদলে দেবে।’

মৌসুমী মৌ আনন্দ নিয়ে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবচরের যে মঞ্চে দাঁড়িয়ে পদ্মা সেতু উদ্বোধন করেছেন সেই মঞ্চে উদ্বোধন পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছি। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিনেমাওয়ালা প্রচ্ছদ