Connect with us

ঢালিউড

বাদাম হাতে কোন চক্করে মোশাররফ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘চক্কর ৩০২’ সিনেমার প্রচারণামূলক পোস্টারে মোশাররফ করিম (কারখানা প্রোডাকশন্স)

হাতা গুটিয়ে রাখা চেকশার্ট। চুলগুলো পরিপাটী। মুখে মোটা গোঁফ। এক চোখ মেরে হাতের তালুতে বাদাম দেখাচ্ছেন। আরেক হাতে বাদামের প্যাকেট। ‘চক্কর ৩০২’ সিনেমার প্রচারণামূলক পোস্টারে এভাবেই পাওয়া গেছে অভিনেতা মোশাররফ করিমকে। এতে ইন্সপেক্টর মইনুল চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার দিয়ে মোশাররফ করিম ও পরিচালক শরাফ আহমেদ জীবন লিখেছেন, ‘দুনিয়াতে চালাক মানুষ বাঁচে আয়েশ করে, বোকা মানুষ কায়দা করে। আর মইনুল? চক্করে…।’

‘চক্কর ৩০২’ সিনেমার প্রচারণামূলক পোস্টার (ছবি: ফেসবুক)

‘চক্কর ৩০২’ নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। গত ২০ ফেব্রুয়ারি এর প্রথম প্রচারণামূলক পোস্টার প্রকাশিত হয়। এতে দেখা যায়, কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। তার চারপাশ চক্কর খাচ্ছে! শারীরিক গড়ন দেখে অনুমান করা যাচ্ছিলো, তিনি মোশাররফ করিম!‍ সেই পোস্টারের বেলায় এই তারকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জীবনের গল্পটা কি সরল, নাকি একটা গোলকধাঁধা? পাশের লোকটা কি বন্ধু নাকি অপরিচিত? আয়নায় যাকে দেখা যাচ্ছে সেটা তো তুমি? নাকি?’

শরাফ আহমেদ জীবন (ছবি: ফেসবুক)

মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়ালে সহকারী হিসেবে কাজ করেছেন শরাফ আহমেদ জীবন। নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে অভিজ্ঞতা হয়ে তার। ইদানীং কাজল আরেফিন অমির নাটক-ওয়েব ফিল্মে অভিনেতা হিসেবে তাকে পর্দায় দেখা গেছে বেশি।

সরকারি অনুদানে ও কারখানা প্রোডাকশন্সের প্রযোজনায় ‘চক্কর ৩০২’ সিনেমার পুরো শুটিং সম্পন্ন হয়েছে। সহ-প্রযোজনায় গামাফ্লিক্স। শিগগিরই এর বাকি অভিনয়শিল্পীদের নাম এবং মুক্তির ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ