ওয়ার্ল্ড সিনেমা
বাফটা অ্যাওয়ার্ডস ২০২৩: মনোনয়নে রেকর্ড গড়লো নেটফ্লিক্সের সিনেমা
বাফটা অ্যাওয়ার্ডসের ৭৬তম আসরে সর্বাধিক ১৪টি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্স প্রযোজিত জার্মান ভাষার সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সবশেষ ২০০১ সালে ইংরেজির বাইরে অন্য ভাষার সিনেমা হিসেবে ‘ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন’ বাফটায় সর্বাধিক ১৪টি মনোনয়ন পায়। সেই রেকর্ড ছুঁয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এছাড়া বাফটায় ১২ বছর পর কোনো সিনেমা ১৪টি মনোনয়ন পেলো। সবশেষ ২০১১ সালে ‘দ্য কিংস স্পিচ’ এই রেকর্ড গড়ে।
ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) আয়োজনে ১৯ জানুয়ারি লন্ডন থেকে ইউটিউব লাইভে মনোনয়ন তালিকা ঘোষণা করেন ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল ও ব্রিটিশ অভিনেতা টোহিব জিমো। ২০২২ সালের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবার।
৭৬তম বাফটা অ্যাওয়ার্ডসের পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা
সেরা সিনেমা
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, দ্য বানশিজ অব ইনিশেরিন, এলভিস, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, টার
অসাধারণ ব্রিটিশ সিনেমা
আফটারসান, দ্য বানশিজ অব ইনিশেরিন, ব্রায়ান অ্যান্ড চার্লস, এম্পায়ার অব লাইট, গুডলাক টু ইউ লিও গ্র্যান্ড, লিভিং, রোল্ড ডাল’স ম্যাটিল্ডা দ্য মিউজিক্যাল, সি হাউ দে রান, দ্য সুইমারস, দ্য ওয়ান্ডার
সেরা অভিনেতা
অস্টিন বাটলার (এলভিস), ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল), কলিন ফ্যারেল (দ্য বানশিজ অব ইনিশেরিন), ড্যারিল ম্যাককর্ম্যাক (গুডলাক টু ইউ লিও গ্র্যান্ড), পল মেসকাল (আফটারসান), বিল নাই (লিভিং)
সেরা অভিনেত্রী
কেট ব্ল্যানচেট (টার), ভায়োলা ডেভিস (দ্য ওম্যান কিং), ড্যানিয়েল ডেডওয়াইলার (টিল), আনা দে আরমাস (ব্লন্ড), এমা থম্পসন (গুডলাক টু ইউ লিও গ্র্যান্ড), মিশেল ইও (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেতা
ব্রেন্ডন গ্লিসন (দ্য বানশিজ অব ইনিশেরিন), ব্যারি কিওগ্যান (দ্য বানশিজ অব ইনিশেরিন), কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স), এডি রেডমেইন (দ্য গুড নার্স), আলব্রেশট শুহ (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট), মাইকেল ওয়ার্ড (এম্পায়ার অব লাইট)
সেরা পার্শ্ব অভিনেত্রী
অ্যাঞ্জেলা ব্যাসেট (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার), হং চাও (দ্য হোয়েল), কেরি কন্ডন (দ্য বানশিজ অব ইনিশেরিন), জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স), ডলি দে লিয়ন (ট্রায়াঙ্গেল অব স্যাডনেস), ক্যারি মালিগ্যান (শি সেইড)
সেরা পরিচালক
এডওয়ার্ড বারগার (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট), মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন), পার্ক চ্যান-উক (ডিসিশন টু লিভ), ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স), টার (টড ফিল্ড), জিনা প্রিন্স-বাইদাউড (দ্য ওম্যান কিং)
অসাধারণ নতুন গল্পকার, পরিচালক অথবা প্রযোজক (ব্রিটিশ)
আফটারসান, ব্লু জিন, ইলেক্ট্রিক ম্যালাডি, গুডলাক টু ইউ লিও গ্র্যান্ড, রেবেলিয়ন
ইংরেজির বাইরে অন্য ভাষার সেরা সিনেমা
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি), আর্জেন্টিনা ১৯৮৫ (আর্জেন্টিনা), কোরসাজ (অস্ট্রিয়া), ডিসিশন টু লিভ (দক্ষিণ কোরিয়া), দ্য কোয়ায়েট গার্ল (আয়ারল্যান্ড)
সেরা প্রামাণ্যচিত্র
অল দ্যাট ব্রিদস, অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড, ফায়ার অব লাভ, মুনেজ ডেড্রিম, নাভালনি
সেরা অ্যানিমেটেড সিনেমা
গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও (নেটফ্লিক্স), মারসেল দ্য শেল উইথ শুজ অন (এ২৪), পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ (ড্রিমওয়ার্কস অ্যানিমেশন), টার্নিং রেড (ডিজনি)
সেরা মৌলিক চিত্রনাট্য
দ্য বানশিজ অব ইনিশেরিন (মার্টিন ম্যাকডোনা), এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট), দ্য ফেবলম্যানস (স্টিভেন স্পিলবার্গ ও টনি কাশনার), টার (টড ফিল্ড), ট্রায়াঙ্গেল অব স্যাডনেস (রুবেন অস্টলান্ড)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, লিভিং, দ্য কোয়ায়েট গার্ল, শি সেইড, দ্য হোয়েল
সেরা মৌলিক সুর
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, ব্যাবিলন (জাস্টিন হারউইৎজ), দ্য বানশিজ অব ইনিশেরিন (কার্টার বারওয়েল), এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও (আলেকজান্দ্রা দেসপ্লা)
সেরা কাস্টিং
আফটারসান, অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এলভিস, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, ট্রায়াঙ্গেল অব স্যাডনেস
সেরা চিত্রগ্রহণ
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, দ্য ব্যাটম্যান, এলভিস, এম্পায়ার অব লাইট, টপ গান: ম্যাভেরিক
সেরা পোশাক পরিকল্পনা
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, আমস্টারডাম, ব্যাবিলন, এলভিস, মিসেস হ্যারিস গোজ টু প্যারিস
সেরা সম্পাদনা
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, দ্য বানশিজ অব ইনিশেরিন, এলভিস, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, টপ গান: ম্যাভেরিক
সেরা শিল্প নির্দেশনা
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, ব্যাবিলন, দ্য ব্যাটম্যান, এলভিস, গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও
ইই বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শক ভোট)
অ্যাইমি লু উড, ড্যারিল ম্যাককর্ম্যাক, এমা ম্যাকে, নাওমি আকি, শিলা আতিম
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, দ্য ব্যাটম্যান, এলভিস, রোল্ড ডাল’স ম্যাটিল্ডা দ্য মিউজিক্যাল, দ্য হোয়েল
সেরা শব্দ
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, এলভিস, টার, টপ গান: ম্যাভেরিক
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, দ্য ব্যাটম্যান, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, টপ গান: ম্যাভেরিক
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য সিনেমা
দ্য ব্যালাড অব অলিভ মরিস, বাজিগাগা, বাস গার্ল, অ্যা ড্রিফটিং আপ, অ্যান আইরিশ গুডবাই
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা
দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স, অ্যান্ড দ্য হর্স; মিডেল ওয়াচ, ইউর মাউন্টেন ইজ ওয়েটিং
সবচেয়ে মনোনয়ন পাওয়া সিনেমা
১৪-অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
১০-দ্য বানশিজ অব ইনিশেরিন, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
৯-এলভিস
৫-টার
৪-আফটারসান, দ্য ব্যাটম্যান, গুডলাক টু ইউ লিও গ্র্যান্ড, টপ গান: ম্যাভেরিক, দ্য হোয়েল
আগামী ১৯ ফেব্রুয়ারি লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা রিচার্ড ই. গ্র্যান্ট।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস