Connect with us

ওটিটি

“বাবা সামওয়ান’স ফলোয়িং মি” নিয়ে বিঞ্জে তাসনিয়া ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

“বাবা সামওয়ান’স ফলোয়িং মি”র দৃশ্যে তাসনিয়া ফারিণ (ছবি: বিঞ্জ)

বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয় বিজয়া নামের এক তরুণী। নিজের ঘর থেকে ৯ হাজার কিলোমিটার দূরে এক রাতে জনমানবহীন পরিস্থিতিতে সে বুঝতে পারে কেউ পিছু নিয়েছে। কী করবে মেয়েটি? এমন একটি রোমহর্ষক গল্প নিয়ে সাজানো হয়েছে ওয়েব ফিল্ম “বাবা সামওয়ান’স ফলোয়িং মি”। এতে বিজয়া চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে আজ (২৩ নভেম্বর) মুক্তি পেয়েছে এটি।

২০১৯ সালে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া সত্যি ঘটনা অবলম্বনে “বাবা সামওয়ান’স ফলোয়িং মি” পরিচালনা করেছেন শিহাব শাহীন। এর গল্পে দেখা যাবে, দূর পরবাসে বিপদের মুখে পড়ে ভয়ে আতঙ্কিত কণ্ঠে বাবার কাছে সাহায্য চায় বিজয়া। দেশে বসে মেয়েকে কি রক্ষা করতে পারবেন তার বাবা? এ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। কাকতালীয় হলো, তার মেয়েও অস্ট্রেলিয়ায় ছিনতাইয়ের কবলে পড়েছিলেন।

বিজয়ার পিছু নেওয়া লোকটি কে? তার উদ্দেশ্য কী? এ চরিত্রে আছেন অস্ট্রেলিয়ান অভিনেতা জন ক্রস।

“বাবা সামওয়ান’স ফলোয়িং মি”র পোস্টার (ছবি: বিঞ্জ)

শেষ পর্যন্ত বিজয়ার পরিণতি কী হবে? সেই প্রশ্নের উত্তর মিলবে ফিল্মটিতে। এতে আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সোহেল মণ্ডল, আশরাফুল আশীষ, ইহতিশাম আহমেদ, আলমগীর হোসেন, সাজিদ মোহাম্মদ, অর্ক ও মানিক।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশে মোট ১০ দিন “বাবা সামওয়ান’স ফলোয়িং মি”র শুটিং হয়েছে। সংগীত পরিচালনায় খৈয়াম শানু সন্ধি। শব্দসজ্জায় রিপন নাথ।

“বাবা সামওয়ান’স ফলোয়িং মি”র অভিনয়শিল্পীরা (ছবি: বিঞ্জ)

আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ওয়েব ফিল্মটির প্রিমিয়ার হবে ঢাবার মহাখালীতে এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে। এতে অংশ নেবেন ফিল্মটির অভিনয়শিল্পী, নির্মাতা ও বিনোদন অঙ্গনের তারকারা। প্রযোজনায় হাসিবুল হাসান তানিম।

“বাবা সামওয়ান’স ফলোয়িং মি” শিহাব শাহীনের চতুর্থ ওয়েব ফিল্ম। এর আগে ওটিটি প্ল্যাটফর্মের জন্য তিনি পরিচালনা করেন ‘দ্বিতীয় কৈশোর’, ‘যদি কিন্তু তবুও’ এবং ‘মায়াশালিক’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ