Connect with us

হলিউড

বাবা হতে চলেছেন ‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

এরিন ডার্ক ও ড্যানিয়েল র‌্যাডক্লিফ (ছবি: টুইটার)

‘হ্যারি পটার’ খ্যাত ব্রিটিশ তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফ প্রথমবার বাবা হতে যাচ্ছেন। তার দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী এরিন ডার্ক এখন সন্তানসম্ভবা। চলতি বছরের শেষ প্রান্তে তাদের সন্তান জন্ম নেবে বলে আশা করা হচ্ছে। ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা মিরর এসব তথ্য জানিয়েছে।

২০১৩ সালে ‘কিল ইউর ডারলিংস’ সিনেমার শুটিংয়ে ড্যানিয়েল র‌্যাডক্লিফ ও এরিন ডার্কের প্রথম দেখা হয়। এতে কবি অ্যালেন গিনসবার্গ চরিত্রে অভিনয় করেন র‌্যাডক্লিফ। কবির প্রেমিকা গোয়েনডোলিনের ভূমিকায় ছিলেন এরিন ডার্ক।

১০ বছর ধরে এক ছাদের নিচে আছেন ৩৩ বছর বয়সী ড্যানিয়েল র‌্যাডক্লিফ ও ৩৮ বছর বয়সী এরিন ডার্ক। এবার নতুন মানুষ যুক্ত হচ্ছে তাদের জীবনে।

ড্যানিয়েল র‌্যাডক্লিফ ও এরিন ডার্ক (ছবি: টুইটার)

২০০১ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিনেমায় চশমা পরা জাদুকরের ভূমিকায় অভিনয়ের সুবাদে মাত্র ১২ বছর বয়সে খ্যাতি অর্জন করেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ। গত বছর মুক্তি পায় তার অভিনীত ‘উইয়ার্ড: দ্য আল ইয়ানকোভিচ স্টোরি’। এটি হলো কমেডিয়ান উইয়ার্ড আল ইয়ানকোভিচের বায়োপিক। ধ্রুপদি গানের হাস্যকর সংস্করণের জন্য খ্যাতি পান তিনি।

যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম নেওয়া এরিন ডার্ক ২০১৫ সালে অ্যামাজনের ‘গুড গার্ল রিভোল্ট’ সিরিজের মাধ্যমে জনপ্রিয়তা পান। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওর ‘দ্য মারভেলাস মিসেস মেইজেল’ সিরিজে তাকে দেখা গেছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ