Connect with us

শুভেচ্ছা

বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু ভাই

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

চাষী আলমের কোলে পুত্রসন্তান (ছবি: ফেসবুক)

অভিনেতা চাষী আলম প্রথমবার বাবা হলেন। তার ঘরে এসেছে একটি পুত্রসন্তান। তার ওজন ছিল ৩ দশমিক ২৫ কেজি। মা ও ছেলে উভয়ে সুস্থ আছে। 

ঢাকার একটি হাসপাতালে গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে চাষীর পুত্রসন্তানের জন্ম হয়। তিনি জানান, আকিকা দিয়ে ছেলে নাম রাখবেন।

চাষী আলম ও তুলতুল ইসলাম (ছবি: ফেসবুক)

চাষীর স্ত্রী তুলতুল ইসলাম সুখবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে গিয়ে লিখেছেন, ‘আমাদের জীবনের নতুন ভালোবাসা নুর ফারিস্তাকে দেখুন। জুনিয়র চাষী। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের সুবাদে ‘হাবু ভাই’ নামে বেশ জনপ্রিয় চাষী আলম। গত বছরের ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুল ইসলামের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ