ফিল্ম ফেস্টিভ্যাল
বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন বিয়ারের জন্য লড়বে ১৯ সিনেমা

৭৫তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় নির্বাচিত সিনেমার দৃশ্য (ছবি: বার্লিনাল)
বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হলো ১৯টি সিনেমা। উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বিয়ারের জন্য লড়বে এগুলো। আগামী ১৩ ফেব্রুয়ারি এবারের আসরের পর্দা উঠবে। ১১ দিনের এই আয়োজন চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত ২১ জানুয়ারি জার্মানির রাজধানীতে সংবাদ সম্মেলনে এগুলোর নাম ঘোষণা করেছেন উৎসবটির নতুন পরিচালক ট্রিসিয়া টাটল, ফিল্ম প্রোগ্রামিংয়ের সহ-পরিচালক জ্যাকলিন লিয়াঙ্গা ও মাইকেল স্টুয়েৎজ। ৭৫তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে জুরি প্রেসিডেন্ট হিসেবে থাকবেন আমেরিকান পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক টড হেইন্স।

বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক ট্রিসিয়া টাটল, ফিল্ম প্রোগ্রামিংয়ের সহ-পরিচালক জ্যাকলিন লিয়াঙ্গা (ডানের ছবিতে বাঁয়ে) ও মাইকেল স্টুয়েৎজ (ছবি: বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল)
মূল প্রতিযোগিতা
* টাইমস্ট্যাম্প (কাতেরিনা হোরনস্তাই, ইউক্রেন)
* দ্য আইস টাওয়ার (লুসিলে হাজিহালিলোভিচ, ফ্রান্স)
* আরি (লিওনর সেরাইল, ফ্রান্স)
* ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ (ম্যারি ব্রনস্টাইন, যুক্তরাষ্ট্র)
* হট মিল্ক (রেবেকা লেঙ্কোয়েৎজ, যুক্তরাজ্য) প্রথম সিনেমা
* মাদার’স বেবি (ইয়োহানা মোডার, অস্ট্রিয়া)
* রিফ্লেকশন ইন অ্যা ডেড ডায়মন্ড (হেলেন কাতেত ও ব্রুনো ফোরজানি, বেলজিয়াম)
* গার্লস অন ওয়্যার (ভিভিয়েন কু, চীন)
* লিভিং দ্য ল্যান্ড (হুয়ো মেং, চীন)
* হোয়াট ডাজ দ্যাট নেচার সে টু ইউ (হং সাং-সু, দক্ষিণ কোরিয়া)
* ড্রিমস (মিচেল ফ্রাঙ্কো, মেক্সিকো)
* হোয়াট ম্যারিয়েল নোস (ফ্রেদেরিক হাম্বালেক, জার্মানি)
* ইউনান (আমির ফখর এলদিন, জার্মানি)
* ব্লু মুন (রিচার্ড লিঙ্কলেটার, যুক্তরাষ্ট্র)
* দ্য ব্লু ট্রেইল (গ্যাব্রিয়েল মাস্কারো, ব্রাজিল)
* কন্টিনেন্টাল ’২৫ (রাদু জুড, রোমানিয়া)
* দ্য সেফ হাউস (লায়োনেল বায়ার, সুইজারল্যান্ড)
* দ্য মেসেজ (ইভান ফান্ড, আর্জেন্টিনা)
* ড্রিমস-সেক্স লাভ (দগ ইয়োহান হাউগুরু, নরওয়ে)
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস