হলিউড
বিক্রি হয়ে গেলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস (ছবি: টুইটার)
হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) বন্ধ হয়ে যাচ্ছে। কারণ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস বিক্রি হয়ে গেছে। গতকাল (১৩ জুন) নতুন মালিকানায় চলে গেছে এই পুরস্কার।
আমেরিকান হোল্ডিং কোম্পানি এলড্রিজ ইন্ডাস্ট্রিজ ও ডিক ক্লার্ক প্রোডাকশন্স (ডিসিপি) যৌথভাবে গোল্ডেন গ্লোবের সম্পত্তি কিনে নিয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্প্রচার কার্যক্রম পরিচালনা করা এবং বিশ্বজুড়ে দর্শকসংখ্যা বাড়াতে কাজ করবে এলড্রিজ ইন্ডাস্ট্রিজ ও পেনস্কে মিডিয়ার মালিকানাধীন ডিক ক্লার্ক প্রোডাকশন্স। তবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল অনুমোদিত চুক্তির আর্থিক শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি।
এলড্রিজ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান টড বোয়েলির লক্ষ্য, এইচএফপিএ ঢেলে সাজানো। লাভজনক উদ্যোগের জন্য কর্মী ভাড়া করার পরিকল্পনা রয়েছে তার। গতকাল তিনি বলেন, ‘আজকের দিনটি গোল্ডেন গ্লোবের বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’
জানা গেছে, এইচএফপিএ’র ৩১০ জন বর্তমান ভোটারের সবাই ২০২৪ সালের জানুয়ারিতে পরবর্তী অনুষ্ঠানের বিজয়ী নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে কোনো চ্যানেল এখনো এটি প্রচারের জন্য চুক্তিবদ্ধ হয়নি।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস (ছবি: টুইটার)
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোট প্রদানে সততার অভাব ও নিজেদের মধ্যে শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ বৈচিত্র্য না থাকায় বিতর্কের মুখে পড়েন এইচএফপিএ’র সদস্যরা। তারা নিজেদের সুনাম ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় ২০২২ সালে আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান দেখায়নি।
২০২১ সালে এক অনুসন্ধানে দেখা যায়, সংগঠনটিতে কোনও কৃষ্ণাঙ্গ সাংবাদিক নেই। এইচএফপিএ’র কিছু সদস্যের বিরুদ্ধে লিঙ্গবৈষম্যমূলক ও বর্ণবাদী মন্তব্য করা এবং তারকা ও প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছিলো। এরপর অলাভজনক সংগঠনটি সদস্যপদ সম্প্রসারণ ও জাতিগত বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন নীতি প্রবর্তন করে। চলতি বছর এনবিসি আবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সম্প্রচার করে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস