Connect with us

ঢালিউড

বিজয়ের মাসে আসছে ‘নয়া মানুষ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘নয়া মানুষ’ সিনেমায় মৌসুমী হামিদ (ছবি: নান্দনিক ফিল্মস)

বিজয়ের মাসে মুক্তি পেতে যাচ্ছে বানভাসি মানুষের গল্পে নির্মিত ‘নয়া মানুষ’। আজ (২১ নভেম্বর) এর অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এসেছে। আগামী ৬ ডিসেম্বর ঢাকাসহ দেশজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।

‘নয়া মানুষ’-এর মাধ্যমে প্রথমবার সিনেমা পরিচালনা করলেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। তিনি জানান, চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এতে। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা।

‘নয়া মানুষ’ সিনেমার শুটিংয়ে মৌসুমী হামিদ ও সোহেল রানা বয়াতি (ছবি: নান্দনিক ফিল্মস)

গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে ‘নয়া মানুষ’। এরপর ২৩ অক্টোবর আনকাট সনদ পায় সিনেমাটি।

সিনেমাটির চারটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী।

‘নয়া মানুষ’ সিনেমায় মৌসুমী হামিদ (ছবি: নান্দনিক ফিল্মস)

২০২২ সালের অক্টোবরে শুটিং শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হলে কাজ থমকে থাকে। গল্পের মতোই বাস্তবে বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে আবারও নতুনভাবে শুরু হয় কাজ। টানা একসপ্তাহ শুটিং হয়েছে তখন। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।

‘নয়া মানুষ’ সিনেমার পোস্টার (ছবি: নান্দনিক ফিল্মস)

অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ