Connect with us

টেলিভিশন

বিজয় দিবসে ত্রপা মজুমদার, ‘স্মার্ট বাড়ি’, ‘কৃষ্ণপক্ষের রাত ছিলো’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলোতে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠানমালা। এরমধ্যে রয়েছে নাটক, সিনেমা, মেলাসহ নানান আয়োজন।

‘তাহার সন্ধানে’ নাটকে ত্রপা মজুমদার (ছবি: বিটিভি)

ত্রপা মজুমদারের অভিনয়
বিটিভির ‘তাহার সন্ধানে’ নাটকে অভিনয় করেছেন ত্রপা মজুমদার। এর গল্পে দেখা যাবে, প্রবাসী বাঙালি মুক্তিযোদ্ধা ফরহাদ একাত্তরে হারিয়ে যাওয়া প্রেমিকার সন্ধানে প্রতিবছর দেশে আসেন। তার অনুসন্ধানে যুক্ত হয় তরুণ প্রামাণ্য নির্মাতা রাকিব ও তার বান্ধবী শেমন্তি। শেমন্তির বড় খালা মুক্তিযুদ্ধে পা হারানো বীরাঙ্গনা দীপালী। যুদ্ধের স্মৃতি ও এক স্বর্ণালী প্রতুষ্যের আশা নিয়ে হুইলচেয়ারে প্রতীক্ষায় আছেন তিনি।  আকরাম খানের রচনা ও নির্দেশনায় এটি প্রযোজনা করেছেন মো. নাসির উদ্দিন। এতে আরো অভিনয় করেছেন তনয় বিশ্বাস, আরমান পারভেজ মুরাদ, শেখ স্বপ্না, আকরাম খান, আদ্রিতাসহ অনেকে। আজ রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে ‘তাহার সন্ধানে’।

‘কৃষ্ণপক্ষের রাত ছিলো’ নাটকের পোস্টারে অলংকার চৌধুরী (ছবি: এনটিভি)

কৃষ্ণপক্ষের রাত ছিলো
এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে থাকছে নাটক ‘কৃষ্ণপক্ষের রাত ছিলো’। অভিনয়ে অলংকার চৌধুরী, এ কে আজাদ সেতু, ডলি জহুর ও নরেশ ভূঁইয়া। এটি লিখেছেন আরিফ খান, পরিচালনায় ফারিয়া হোসেন।

‘গেরিলা’র দৃশ্যে জয়া আহসান ও ফেরদৌস (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

গেরিলা
চ্যানেল আইয়ে আজ দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে নাসিরউদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। রণাঙ্গনের গেরিলা যোদ্ধা নাসিরউদ্দীন ইউসুফ নিজের বিভিন্ন অভিজ্ঞতার সমাবেশ ঘটিয়েছেন এতে। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, শম্পা রেজা, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম, মিরানা জামান, মাসুম আজিজ, এসএম মহসীন, কচি খন্দকার, পীযূষ বন্দোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, কামাল বায়েজিদ, গোলাম মাওলা শ্যামল, ওমর আইয়াজ অনি, চন্দন চৌধুরী, এরফান মৃধা শিবলু প্রমুখ।

‘স্মার্ট বাড়ি’ নাটকের দৃশ্য (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

স্মার্ট বাড়ি
মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ২০ বছর ধরে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে ‘বাড়ি’ সিরিজের নাটক প্রচার হয়ে আসছে। এবার রয়েছে ‘স্মার্ট বাড়ি’। ‘বাড়ি’ সিরিজের বেশিরভাগ নাটকে অভিনয় করেছেন অভিনেতা আবুল হায়াত। ‘স্মার্ট বাড়ি’তেও আছেন তিনি। এবারের নাটকে আরো অভিনয় করেছেন মৌসুমী হামিদ, রওনক হাসানসহ অনেকে। এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। চ্যানেল আইয়ে আজ রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি।

‘নিহত নক্ষত্র’ নাটকে জিয়াউল ফারুক অপূর্ব (ছবি: আরটিভি)

নিহত নক্ষত্র
আরটিভিতে আজ রাত ৮টায় থাকছে নাটক ‘নিহত নক্ষত্র’। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, মুনিরা মিঠু, জয়রাজ। এটি লিখেছেন ইসতিয়াক অয়ন, পরিচালনায় সঞ্জয় সমদ্দার। গল্পে দেখা যায়, দুই নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন উড়িয়ে দিতে এসে রাজাকারদের কারণে ধরা পড়ে ক্র্যাক প্লাটুন।  পাকিস্তানি সেনারা সবাইকে নির্বিচারে হত্যা করে। কিন্তু দলটির অন্যতম সদস্য আজাদ বেঁচে যায়। এরপর ঘটতে থাকে রুদ্ধশ্বাস সব ঘটনা।

‘প্রেম ৭১’ টেলিফিল্মে ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ (ছবি: মাছরাঙা টেলিভিশন)

প্রেম ৭১
মাছরাঙা টেলিভিশনে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘প্রেম ৭১’। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিণ, এস এম মহসীন ও সাবেরী আলম। শাহজাহান সৌরভের রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। গল্পে দেখা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে একটি মুসলিম তরুণ ও এক হিন্দু তরুণী একে অপরকে ভালোবেসে ফেলে। ছেলেটির মা ধর্মের দোহাই দিয়ে গ্রামে আসা পাকবাহিনীর সেবায় নিবেদিত থাকেন। একদিন হিন্দু মেয়েটির বাড়িতে পাকবাহিনীকে নিয়ে যায় ছেলেটির মা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ