Connect with us

গান বাজনা

বিপ্লবের আড়াল হওয়া ও আমেরিকায় পাড়ি জমানোর কারণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বিপ্লব
বিপ্লব (ছবি: ফেসবুক)

প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব এখন আমেরিকা প্রবাসী। পাঁচ বছর ধরে তিনি সংগীত জগত থেকে আড়ালে। ক্যারিয়ারে জনপ্রিয়তা থাকাকালে কেন হঠাৎ পাড়ি জমিয়েছেন আমেরিকায়? কারও ওপর কি কোনো রাগ-ক্ষোভ ছিলো?

চ্যানেল টোয়েন্টিফোরের ‘ভিসতা অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টেস কালার্স টোয়েন্টিফোর’ অনুষ্ঠানে এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন এই সংগীতশিল্পী। এর মাধ্যমে পাঁচ বছর পর কোনও টিভি চ্যানেলে পাওয়া যাবে তাকে। ঈদ উপলক্ষে অনলাইনে যুক্ত হন তিনি। এছাড়া গিটার হাতে গেয়েছেন নিজের জনপ্রিয় গান।

কালার্স টোয়েন্টিফোর

‘কালার্স টোয়েন্টিফোর’ অনুষ্ঠানে তানজিনা রুমা, বিপ্লব ও শাহরিন জেবিন (ছবি: চ্যানেল টোয়েন্টিফোর)

এদিকে ঈদ উপলক্ষে ইউটিউবে বিপ্লব প্রো চ্যানেলে প্রকাশিত হয়েছে নতুন গান ‘জেট ল্যাগ ভালোবাসা’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা। ‘কালার্স টোয়েন্টিফোর’ অনুষ্ঠানে গানটি তৈরির গল্প বলেছেন তারা।

নাজমুল আলম রানার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহরিন জেবিন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ