Connect with us

ছবি ও কথা

বিয়েবাড়িতে ঐশ্বরিয়া, আরাধ্য ও বচ্চন পরিবার

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বিশ্বের অন্যতম ধনী মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের ব্যয়বহুল বিয়ের আসরে হাজির হলো পুরো বচ্চন পরিবার। মুম্বাইয়ের জিয়ো ওয়ার্লড কনভেনশন সেন্টারে গত ১২ জুলাই ছিল এই আয়োজন। তবে স্বামী অভিষেক বচ্চন ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে একফ্রেমে দেখা যায়নি বচ্চনবধূ ঐশ্বরিয়া রাইকে। মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়েই সময় কাটিয়েছেন তিনি। 

ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য (ছবি: এক্স)

ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য (ছবি: এক্স)

(বাঁ থেকে) নব্যা নাভেলি নন্দা, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, শ্বেতা নন্দা, অগস্ত্য নন্দা, শ্বেতার স্বামী নিখিল নন্দা ও অভিষেক বচ্চন একসঙ্গে ক্যামেরাবন্দি হন। সুখী পরিবারের ‘পিকচার পারফেক্ট ফ্রেম’ (ছবি: এক্স)

সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: এক্স)

(বাঁ থেকে) নব্যা নাভেলি নন্দা, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, শ্বেতা নন্দা ও অগস্ত্য নন্দা (ছবি: এক্স)

ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য (ছবি: এক্স)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ