Connect with us

ঢালিউড

বিরক্ত শাবনূর, ‘আমাকে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে, কখন দেশে আসবো বা কখন দেশ ছাড়বো?’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাবনূর (ছবি: ফেসবুক)

নন্দিত চিত্রনায়িকা শাবনূর বিরক্ত। কারণ তার অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়াকে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝেড়েছেন তিনি।

আজ (৩ মার্চ) বিকালে ফেসবুকে ‘ছোট একটি ঘোষণা’ শিরোনামে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন শাবনূর। তিনি লিখেছেন, ‘গত ১ মার্চ থেকে দেখছি, আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়ায় বিভ্রান্তিকর খবর। দেখে-শুনে মনে হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে। কিছু ভূঁইফোড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলার চেষ্টা করছে, আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি এবং কবে ফিরবো সেটা জানেন না কেউ। তাই চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকেরা। তারা রঙ-ঢঙ মাখিয়ে আরো কত কিছু রটাচ্ছে! আশ্চর্যের ব্যাপার, মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াও মনগড়া খবর প্রকাশ করে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় যোগ দিয়েছে। আমার সঙ্গে কথা না বলেই যে যার মতো করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।’

শাবনূর (ছবি: শেখ সাদি)

এরপর শাবনূর যুক্তি দেখিয়েছেন, ‘দেশের প্রায় সবাই জানেন, আমি ও আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখানকার স্কুলে পড়াশোনা করে। কোনো দরকার হলে কিংবা দীর্ঘ ছুটিতে দেশে ঘুরতে আসি। আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়ায় ফিরে যাই।’

অনেকটা বিরক্তি নিয়েই শাবনূর প্রশ্ন রেখেছেন, ‘ আমাকে কি ডাকঢোল পিটিয়ে বলতে হবে, কখন দেশে আসবো বা কখন দেশ ছাড়বো? এখানে গোপনে দেশত্যাগের কি আছে?’

শাবনূর (ছবি: ইপ্তি চৌধুরী)

শাবনূর উল্লেখ করেছেন, ‘আমি প্রায় তিন সপ্তাহ আগেই অস্ট্রেলিয়া চলে এসেছি। এতোদিন পর মনে হয় কারো করো ঘুম ভাঙলো! আরেকটি কথা, যে সিনেমার মহরত হয়েছে সেটার শুটিং সময়মতোই হবে। আমার অস্ট্রেলিয়ায় ফিরে আসার কারণ ও সময় নেওয়ার বিষয়ে সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা অবগত আছেন। সবাইকে বিনীত অনুরোধ করবো, আপনারা কোনো গুজবে কিংবা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে অথবা অন্য কোনো সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদের সময়মতো জানাবো।’

শাবনূর (ছবি: ফেসবুক)

ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় শাবনূর শোকাহত ও বাকরুদ্ধ। এ প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে তিনি প্রার্থনা করেন, ‘আল্লাহ যেন নিহতদের পরিবারের সবাইকে এই শোক সইবার শক্তি দান করেন এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ধৈর্য দান করেন।’

শাবনূর (ছবি: শেখ সাদি)

গত ১০ ফেব্রুয়ারি ঢাকায় শাবনূরের আগামী সিনেমা ‘রঙ্গনা’র মহরত হয়। এর মধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় প্রত্যাবর্তন করবেন তিনি। সেই অনুষ্ঠানে তাকে নিয়ে আরেকটি নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়। এর নাম ‘এখনো ভালোবাসি’। দুটোই প্রযোজনা করবে এম এস ফিল্মস এবং পরিচালনা করবেন তরুণ নির্মাতা আরাফাত হোসাইন। ‘রঙ্গনা’র মাধ্যমে প্রথমবার সিনেমা পরিচালনায় নাম লেখাচ্ছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। এর কাহিনি লিখেছেন তিনি নিজেই। আরাফাত হোসাইন বেশকিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া ছোট পর্দার জন্য বেশকিছু নাটক নির্মাণ করে হাত পাকিয়েছেন। ‘রঙ্গনা’য় শাবনূরের বিপরীতে কে বা কারা থাকছেন, সেই আভাস মেলেনি। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তন্ময় মুক্তাদির।

‘রঙ্গনা’র পোস্টারে শাবনূর (ছবি: ফেসবুক)

‘রঙ্গনা’র জন্যই তিন বছর পর গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছেলে আইজান নেহানকে নিয়ে দেশে ফিরেছিলেন শাবনূর। গত ৫ জানুয়ারি তার হিজাবে ঢাকা মুখ এবং এক হাতে পিস্তল ও অন্য হাতে ফুল রাখা তিন অভিব্যক্তির কোলাজ সংবলিত ‘রঙ্গনা’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে। কেউ কেউ তর্ক-বিতর্কে জড়িয়েছেন।

শাবনূর (ছবি: ফেসবুক)

শাবনূর অভিনীত সর্বশেষ সিনেমা ‘পাগল মানুষ’ মুক্তি পায় ২০১৮ সালে। এটি যৌথভাবে পরিচালনা করেন এম এম সরকার ও বদিউল আলম খোকন। একদশক ধরে অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। পুত্র-পরিবার নিয়ে প্রবাস জীবন কাটছে তার।

এহতেশামের পরিচালনায় ‘চাঁদনী রাতে’র মাধ্যমে ১৯৯৩ সালে বড় পর্দায় অভিষেক হয় শাবনূরের। এরপর টানা দেড় যুগ সিনেমায় অভিনয় করেছেন। দর্শক ও ভক্তদের মধ্যে এখনো তার জনপ্রিয়তা রয়েছে। সবার ভালোবাসায় আপ্লুত হন তিনি। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ সিনেমার সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হন শাবনূর।

সিনেমাওয়ালা প্রচ্ছদ