Connect with us

বলিউড

বিশ্বকাপ ট্রফি উন্মোচন করে দীপিকার ইতিহাস

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

দীপিকা পাড়ুকোন

বিশ্বকাপ ট্রফির পাশে ইকার ক্যাসিয়াস ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ক্যারিয়ারে বেশ কয়েকটি বৈশ্বিক সাফল্য অর্জন করেছেন। এবার তার নামের পাশে যুক্ত হলো বিরল এক সম্মান। ফিফার ইতিহাসে ভারতের প্রথম তারকা হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন তিনি। আজ (১৮ ডিসেম্বর) কাতারের দোহার লুসেইল স্টেডিয়ামে দেখা গেছে এই দৃশ্য।

দীপিকা পাড়ুকোন

বিশ্বকাপ ট্রফির পাশে ইকার ক্যাসিয়াস ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনালের আগে ব্রিফকেস খুলে ট্রফি উন্মোচন করেন দীপিকা। তার সঙ্গে ছিলেন স্পেনের সাবেক গোলকিপার ইকার ক্যাসিয়াস। এরপর তারা ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন। লুসেইল স্টেডিয়াম তখন কানায় কানায় পূর্ণ।

দীপিকা পাড়ুকোন

বিশ্বকাপ ট্রফির পাশে দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

বিশ্বকাপ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে সাদা শার্ট, বাদামি ওভারকোট ও কালো বেল্ট পরেছেন দীপিকা। মুখে ছিলো ভুবনভোলানো হাসি।

দীপিকা পাড়ুকোন

বিশ্বকাপ ট্রফির পাশে ইকার ক্যাসিয়াস ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

বৈশ্বিক আয়োজনের মধ্যে এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা শাখায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীপিকা। এছাড়া গোল্ডেন রেশিও অব বিউটি অনুযায়ী বিশ্বের শীর্ষ ১০ সুন্দরী নারীর তালিকায় জায়গা পেয়েছেন তিনি। লুই ভুইটন, অ্যাডিডাসসহ বিখ্যাত ব্র্যান্ডের মডেল হয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকাঅভিনেত্রী, প্রযোজক ও উদ্যোক্তা পরিচয়ের বাইরে দীপিকা মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধিকে কাজ করেন।

দীপিকা পাড়ুকোন

বিশ্বকাপ ট্রফি হাতে ইকার ক্যাসিয়াস, পাশে দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

এদিকে আগামী বছরের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে দীপিকার নতুন সিনেমা ‘পাঠান’। ইতোমধ্যে এর ‘বেশরম রঙ’ শিরোনামের একটি গান প্রকাশের তুমুল সাড়া ফেলেছে। তার ও সুপারস্টার শাহরুখ খানের রসায়নে মুগ্ধ ভক্ত-দর্শকরা।

দীপিকা পাড়ুকোন

বিশ্বকাপ ট্রফির পাশে ইকার ক্যাসিয়াস ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

‘পাঠান’ সিনেমার মাধ্যমে চার বছরের বেশি সময় পর বড় পর্দায় পূর্ণাঙ্গভাবে ফিরছেন শাহরুখ খান। এতে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে তাকে। যশরাজ ফিল্মসের প্রযোজনা ও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ সিনেমার খলনায়ক জন অ্যাব্রাহাম।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ