Connect with us

বলিউড

বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে আলিয়া

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আলিয়া ভাট

আলিয়া ভাট (ছবি: ফেসবুক)

শিগগিই প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতি। গত জুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তারা। এরপর থেকে সকলেই যেনো অপেক্ষায় ছিলেন আলিয়ার বেবিবাম্প দেখার।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো। আজ (৬ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোশুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। আর সেখানেই দেখা গেলো তার বেবিবাম্প।

আলিয়া ভাট

আলিয়া ভাট (ছবি: ফেসবুক)

পাঁচ বছর প্রেমের পর গত ১৪ এপ্রিল বিয়ের বন্ধনে জড়ান রণবীর-আলিয়া।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘‌ডার্লিং’। এছাড়াও বলিউডের এই অভিনেত্রীর ব্যস্ত সময় কাটছে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রচারণা নিয়ে। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি। অয়ন মুখার্জির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, মৌনি রায় ও নাগার্জুনা।

আলিয়া ভাট

আলিয়া ভাট (ছবি: ফেসবুক)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ