Connect with us

বিশ্বসংগীত

ব্রিটনির বিয়েতে ম্যাডোনা-সেলেনা-ড্রু ব্যারিমোর

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আমেরিকান পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স ফের বিয়ে করলেন। ইরানি অভিনেতা স্যাম আসগরির সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছেন ৪০ বছর বয়সী এই গায়িকা। বৃহস্পতিবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তার নয়নাভিরাম বাড়িতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। তাদের শুভাকামনা জানাতে হাজির হয়েছিলেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা, গায়িকা সেলেনা গোমেজ, অভিনেত্রী ড্রু ব্যারিমোর, মডেল প্যারিস হিলটন এবং ফ্যাশন ডিজাইনার ডোনাতেলা ভারসেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতি ও অতিথিরা বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছেন।

ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্সের বিয়েতে ডোনাতেলা ভারসেস, প্যারিস হিলটন, ম্যাডোনা, সেলেনা গোমেজ ও ড্রু ব্যারিমোর (ছবি: ইনস্টাগ্রাম)

ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরি (ছবি: ইনস্টাগ্রাম)

ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্সের বিয়েতে ডোনাতেলা ভারসেস, প্যারিস হিলটন, ম্যাডোনা, সেলেনা গোমেজ ও ড্রু ব্যারিমোর (ছবি: ইনস্টাগ্রাম)

ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরির বিয়ের অনুষ্ঠান (ছবি: ইনস্টাগ্রাম)

ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরির বিয়ের অনুষ্ঠান (ছবি: ইনস্টাগ্রাম)

ব্রিটনি স্পিয়ার্সের বাড়ি

ব্রিটনির প্রাসাদতুল্য বাড়ির সম্মুখে ছিলো সোনার খুরওয়ালা একটি সাদা ঘোড়া এবং গোলাপ ঢাকা একটি সাদা গাড়ি (ছবি: ইনস্টাগ্রাম)

ব্রিটনি স্পিয়ার্সের বাড়ি

বিয়ের পর নবদম্পতি ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরির ভালোবাসার বহিঃপ্রকাশ (ছবি: ইনস্টাগ্রাম)

ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে নাচ-গানে দারুণ সময় কাটিয়েছেন ড্রু ব্যারিমোর ও সেলেনা গোমেজ (ছবি: ইনস্টাগ্রাম)

ব্রিটনি স্পিয়ার্স

বিয়ের পর নেচে-গেয়ে সুন্দর সময় উপভোগ করেছেন ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরি (ছবি: ইনস্টাগ্রাম)

ম্যাডোনা

আমেরিকান গায়িকা ম্যাডোনা ও ফ্যাশন ডিজাইনার ডোনাতেলা ভারসেস (ছবি: ইনস্টাগ্রাম)

ম্যাডোনা

ব্রিটনি স্পিয়ার্সের বিয়েতে ঝলমলে পোশাকে হাজির হন ম্যাডোনা (ছবি: ইনস্টাগ্রাম)

স্যাম আসগরি

বিয়ের সাজে স্যাম আসগরি (ছবি: ইনস্টাগ্রাম)

ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্সের বিয়ের পোশাক (ছবি: ইনস্টাগ্রাম)

ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরি (ছবি: ফেসবুক)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ