Connect with us

নাটক

ভক্তদের জন্য তৌসিফ-ফারিণের অন্যরকম ঈদ উপহার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব
‘মনে মনে’ নাটকের দৃশ্যে তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব

অন্যরকম একটি প্রেমের নাটকে অভিনয় করলেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। এর নাম রাখা হয়েছে ‘মনে মনে’। ছোট পর্দার এই দুই তারকা জানালেন, ভক্তদের জন্য এটি তাদের ঈদ উপহার।

ঢাকার গুলশান ২ নম্বরে একটি নান্দনিক বাড়িতে সোমবার (২৫ এপ্রিল) ঈদের নাটকটির শুটিং চলছে। এটি লিখেছেন ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

গল্পের প্রধান দুটি চরিত্রের অন্যরকম প্রেমটা কেমন? নির্মাতা রাজের উত্তর, ‘নাটক দেখে সেটা জেনে নিলে দর্শকরা উপভোগ করবেন। শুধু এটুকু বলতে পারি, একটা ছেলে একটা মেয়েকে মনে মনে ভালোবাসে। কিন্তু সে কখনো বলে না। নতুন নাটকটিতে প্রেম, আবেগ, টুইস্ট সবই থাকছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মনে মনে’ নাটকের সংলাপ শেয়ার করেছেন রাজ- তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা ভাগ্য! আর পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা।

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিকন নূর, দিশা, অন্বেষা, মিজু ও হাসান।

‘মনে মনে’ শিরোনামে একটি গান গেয়েছেন এসটিএ তূর্য। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

ঈদের দিন ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘মনে মনে’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ